Bangla

বাংলার এই ঐতিহ্যবাহী চড়ক উৎসব

বাংলার এই ঐতিহ্যবাহী চড়ক উৎসব চৈত্রের শেষ দিনে অনুষ্ঠিত হয়। । বৈশাখের প্রথম দু-তিন দিনব্যাপী চড়ক পুজোর উৎসব চলে। এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ।

Bangla

বাংলার এই ঐতিহ্যবাহী চড়ক উৎসব

এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে যা চড়ক সংক্রান্তির মেলা নামেও পরিচিত। এই বছর ১৪ এপ্রিল ২০২৩ শুক্রবার পালিত হবে এই উৎসব।

Image credits: FB
Bangla

বাংলার এই ঐতিহ্যবাহী চড়ক উৎসব

কথিত আছে, এই দিনে বাণরাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষত-বিক্ষত হয়ে মহাদেবের উপাসনা করেন। মহাদেবকে তুষ্ট করে অমরত্ব লাভের আকাঙ্ক্ষায়  নিজ রক্ত দিয়ে অভীষ্ট সিদ্ধ করেন

Image credits: FB
Bangla

বাংলার এই ঐতিহ্যবাহী চড়ক উৎসব

জনশ্রুতি আছে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই চড়ক পুজোর প্রচলন করেন। এই পুজারই বিশেষ এক অঙ্গ নীলপুজো নামে পরিচিত।

Image credits: fb
Bangla

বাংলার এই ঐতিহ্যবাহী চড়ক উৎসব

চড়কের আগের দিন গাছকে ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়। এতে জলভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর মথিত লম্বা কাঠের তক্তা যাতে 'শিবের পাটা' রাখা হয়, যাকে "বুড়োশিব" বলা হয়

Image credits: FB
Bangla

বাংলার এই ঐতিহ্যবাহী চড়ক উৎসব

চড়কের বিশেষ অংশ হলো কুমিরের পুজো, জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটা, কাঁটা আর ছুঁড়ির ওপর লাফানো, বাণফোঁড়া, শিবের বিয়ে, অগ্নিনৃত্য, চড়কগাছে দোলা এবং হাজরা পুজো করা

Image credits: Charak5
Bangla

বাংলার এই ঐতিহ্যবাহী চড়ক উৎসব

চড়ক গাছে ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুড়কো দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয়। তার পিঠে, হাতে, পায়ে, জিহ্বায় এবং শরীরের অন্যান্য অঙ্গে শলাকা বিদ্ধ করা হত।

Image credits: FB
Bangla

বাংলার এই ঐতিহ্যবাহী চড়ক উৎসব

১৮৬৩ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এ নিয়ম বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকের মধ্যে এখনও তা প্রচলিত আছে

Image credits: FB

ঐতিহ্যবাহী নীলষষ্ঠী ব্রতের কারণ ও উৎসবের গুরুত্ব

প্রভু রামের জন্ম অর্থাৎ রাম নবমীর ছয় দিন পর হনুমান জয়ন্তীর রহস্য

মৃত্যুর আগের প্রভু যীশুর শেষ কথা কি ছিল

বাঙালির ঘরে ঘরে পুজিত হচ্ছেন মা অন্নপূর্ণা