দেবী দুর্গার পুজোর জন্য অনেকেই উপোস করেন। কিন্তু উপস করা তখনই সফল হবে যখন এই নিয়মগুলি মেনে চলেন আপনি
দুর্গাপুজো মানেই শক্তির আরাধনা। পুজোর নিয়মগুলি কঠিন। কিন্তু মেনে চললে মা দুর্গার আশীর্বাদ পাওয়া যাবে। দুর্গা পুজো মানেই বাঙালের উৎসবের মরশুম
দুর্গা পুজো মানেই প্রকৃতির আরাধনা। অনেকেই ষষ্ঠী বা অষ্ঠমীতে উপোস করেন। অনেকে চার দিনই উপোস করেন। সঠিকভাবে উপোস করলেই দেবীর আশীর্বাদ পাবেন।
দেবী দুর্গার আরাধনা সর্বদা শুদ্ধ মনে করতে হবে। কারণ সকালে স্নান করে দেবীর আরাধনা করতে হবে। দুর্গাপুজোর দিনগুলিতে শুদ্ধ মনে পুজো করলে তুষ্ঠ হবে দেবী।
দুর্গাপুজোর সময় সাধারণ নুন পরিহার করে চলুন। তিনি সন্ধক লবণ ব্যবহার করুন।
দুর্গাপুজোর সময় অখণ্ড জ্যোতি জ্বালানো উচিৎ। যদি তা না হয় তাহলে পুজোর দিনগুলিতে ঘরে ধূপ আর বাতি দিন। তাহলেও খুশি হন মা দুর্গা।
পুজোর দিনগুলিতে দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য মদ বা মাদক দ্রব্য পরিহার করে চলুন। সিগারেটও পরিহার করে চলুন। তাহলেই দেবী খুশি হবেন।
দুর্গাপুজোর সময় মা দুর্গাকে যে ভোগ দেন সেই ভোগই খেতে পারেন। তাতে মা দুর্গা আশীর্বাদ করবেন। অনেকেই দেবীকে ভোগে ফল, লুচি, খিচুড়ি দেন। সেহুলিই পুজোর দিনগুলি খাবারের তালিকায় রাখুন।