Bangla

দুর্গা পুজোর উপসের নিয়ম

দেবী দুর্গার পুজোর জন্য অনেকেই উপোস করেন। কিন্তু উপস করা তখনই সফল হবে যখন এই নিয়মগুলি মেনে চলেন আপনি

Bangla

দুর্গাপুজো মানে শক্তির আরাধনা

দুর্গাপুজো মানেই শক্তির আরাধনা। পুজোর নিয়মগুলি কঠিন। কিন্তু মেনে চললে মা দুর্গার আশীর্বাদ পাওয়া যাবে। দুর্গা পুজো মানেই বাঙালের উৎসবের মরশুম

Image credits: social media
Bangla

প্রকৃতি রূপে দুর্গার আরাধনা

দুর্গা পুজো মানেই প্রকৃতির আরাধনা। অনেকেই ষষ্ঠী বা অষ্ঠমীতে উপোস করেন। অনেকে চার দিনই উপোস করেন। সঠিকভাবে উপোস করলেই দেবীর আশীর্বাদ পাবেন।

Image credits: social media
Bangla

শুদ্ধ মনে আরাধনা

দেবী দুর্গার আরাধনা সর্বদা শুদ্ধ মনে করতে হবে। কারণ সকালে স্নান করে দেবীর আরাধনা করতে হবে। দুর্গাপুজোর দিনগুলিতে শুদ্ধ মনে পুজো করলে তুষ্ঠ হবে দেবী।

Image credits: social media
Bangla

সন্ধক লবণ

দুর্গাপুজোর সময় সাধারণ নুন পরিহার করে চলুন। তিনি সন্ধক লবণ ব্যবহার করুন।

Image credits: social media
Bangla

অখণ্ড জ্যোতি

দুর্গাপুজোর সময় অখণ্ড জ্যোতি জ্বালানো উচিৎ। যদি তা না হয় তাহলে পুজোর দিনগুলিতে ঘরে ধূপ আর বাতি দিন। তাহলেও খুশি হন মা দুর্গা।

Image credits: social media
Bangla

মাদক দ্রব্য পরিহার

পুজোর দিনগুলিতে দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য মদ বা মাদক দ্রব্য পরিহার করে চলুন। সিগারেটও পরিহার করে চলুন। তাহলেই দেবী খুশি হবেন।

Image credits: social media
Bangla

দেবীর প্রসাদ

দুর্গাপুজোর সময় মা দুর্গাকে যে ভোগ দেন সেই ভোগই খেতে পারেন। তাতে মা দুর্গা আশীর্বাদ করবেন। অনেকেই দেবীকে ভোগে ফল, লুচি, খিচুড়ি দেন। সেহুলিই পুজোর দিনগুলি খাবারের তালিকায় রাখুন।

Image credits: social media

Mahalaya 2023: সত্যিই কি দুর্গাপুজোর সঙ্গে জুড়ে রয়েছে মহালয়া?

Durga Puja: পুজোর দিনগুলিতে এই কাজ করলে অসন্তুষ্ট হবেন মা দুর্গা

Swastika Mukherjee: আঁচলে ভ্রমর! দুর্গাপুজোর সাজে লাস্যময়ী স্বস্তিকা

Durga Puja Fashion: কালো শাড়িতে প্রিয়াঙ্কার অভিনব দুর্গাপুজোর সাজ