আফগানিস্তানের পক্ষে চলতি ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করার সম্ভাবনা খুবই কম। তবে এখনও অঙ্কের হিসেবে আশা আছে।
আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি জানিয়েছেন, তিনি প্রয়াত মাকে সম্মান জানানোর জন্যই ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করতে চান।
আফগানিস্তানের অধিনায়ক হওয়ার পর থেকে দলকে যেমন দারুণভাবে পরিচালনা করছেন, তেমনই ব্যক্তিগত পারফরম্যান্সও ভালো হাশমাতুল্লাহ শাহিদির।
শুক্রবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫৬ রান করে অপরাজিত থাকেন আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি।
হাশমাতুল্লাহ শাহিদি বলেছেন, ‘আমি ৩ মাস আগে মাকে হারিয়েছি। সেই কারণে আমরা সেমি-ফাইনালে পৌঁছতে পারলে যেমন দলের জন্য দারুণ ব্যাপার হবে, তেমনই পরিবারের পক্ষেও ভালো হবে।’
হাশমাতুল্লাহ শাহিদি জানিয়েছেন, আফগানিস্তানে ভূমিকম্পে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য প্রার্থনা করছেন ক্রিকেটাররা। এই জয় দেশের মানুষকে উৎসর্গ করছেন তিনি।
হাশমাতুল্লাহ শাহিদি বলেছেন, 'আমরা সেমি-ফাইনালে খেলতে চাই। আমাদের জন্য সেমি-ফাইনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটাই আমাদের লক্ষ্য।'
আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি বলেছেন, এবারের ওডিআই বিশ্বকাপে তাঁর দল যে পারফরম্যান্স দেখাচ্ছে তাতে তিনি গর্বিত।