২০০৩ সালের ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। তারপর এতদিন জয় অধরা ছিল। ২০ বছর পর ফের ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডকে হারাল ভারত।
লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৭ রানের অসাধারণ ইনিংস খেলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।
হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর চোট না পেলে হয়তো এবারের ওডিআই বিশ্বকাপে খেলার সুযোগ পেতেন না মহম্মদ সামি। কিন্তু সুযোগ পেয়েই ২ ম্যাচ খেলে ৯ উইকেট নিলেন এই পেসার।
ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫৯টি ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। এই টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সফলতম দল ভারত।
ওডিআই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। পাঁচবারের চ্যাম্পিয়নরা ৭৩ ম্যাচে জয় পেয়েছে। তারপরেই আছে ভারত।
ওডিআই বিশ্বকাপে ৬৫.৫৬ শতাংশ ম্যাচে জয় পেয়েছে ভারত। অস্ট্রেলিয়া ৭৩ শতাংশ ম্যাচে জয় পেয়ে সবার আগে। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ৬১.৪৩ শতাংশ ম্যাচে জয় পেয়েছে।
এবারের ওডিআই বিশ্বকাপে পরপর ৬ ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। রোহিত শর্মারাই এই টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দল।
এবারের ওডিআই বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে মাত্র ১টিতেই জয় পেয়েছে ইংল্যান্ড। ফলে লিগ পর্যায় থেকেই ছিটকে যাচ্ছে জস বাটলারের দল।