শনিবার ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮১ রানের অসাধারণ ইনিংস খেলে ওডিআই বিশ্বকাপে বিরাট কোহলিকে পিছনে ফেলে দিলেন ডেভিড ওয়ার্নার।
শনিবার ব্যাটিং করতে নামার আগে ওডিআই বিশ্বকাপে ডেভিড ওয়ার্নারের মোট রান ছিল ১,৩২৪। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮১ রান করার সুবাদে এখন তাঁর মোট রান ১,৪০৫।
এবারই শেষ ওডিআই বিশ্বকাপ খেলছেন ডেভিড ওয়ার্নার। শুরুটা ভালো করতে না পারলেও, এখন অসাধারণ ব্যাটিং করছেন এই তারকা।
ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩১ ম্যাচ খেলে ১,৩৪৮ রান করেছেন বিরাট কোহলি। ফলে তাঁর পক্ষে ডেভিড ওয়ার্নারকে ছাপিয়ে যাওয়া কঠিন নয়।
ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন ডেভিড ওয়ার্নার। তিনি ৬৫ বলে ৫টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারির সাহায্যে ৮১ রান করেন।
ওডিআই বিশ্বকাপে ডেভিড ওয়ার্নারের চেয়ে বেশি রান আছে শুধু সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকারার।
শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ১০ ওভারে ১১৮ রান করে ফেলে অস্ট্রেলিয়া। এটাই ওডিআই বিশ্বকাপের কোনও ম্যাচে প্রথম ১০ ওভারে সর্বাধিক রান।
শনিবার ১৯.১ ওভারেই ১৭৫ রান যোগ করেন ডেভিড ওয়ার্নার ও ট্রেভিস হেড। ওডিআই বিশ্বকাপের ইতিহাসে অভিষেক ম্যাচে দ্রুততম শতরান করলেন হেড।