ওডিআই বিশ্বকাপে দ্রুততম শতরান করে খুব খুশি হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল
বুধবার ওডিআই বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে অসাধারণ ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল। ওডিআই বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরানের রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল।
Cricket Oct 25 2023
Author: Soumya Gangully Image Credits:Instagram
Bangla
ওডিআই বিশ্বকাপে রেকর্ড গড়ার দিনে ম্যাক্সওয়েলের মুখে সতীর্থদের কথা
বুধবারের ম্যাচের পর গ্লেন ম্যাক্সওয়েল বলেছেন, ‘ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন গ্রিন আউট হওয়ার পর আমাকে শেষপর্যন্ত ব্যাটিং করতে হত। প্যাট কামিন্সও ভালো খেলেছে।’
Image credits: Instagram
Bangla
ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল
ওডিআই বিশ্বকাপে দ্রুততম শতরান করার পর গ্লেন ম্যাক্সওয়েল বলেছেন, 'আমার খুব ভালো লাগছে। সারাদিন ধরেই আমার ভালো লাগছে।'
Image credits: PTI
Bangla
ফিল্ডারদের মাথার উপর দিয়ে শট খেলাই লক্ষ্য ছিল, জানিয়েছেন ম্যাক্সওয়েল
গ্লেন ম্যাক্সওয়েল বলেছেন, ‘বিপক্ষের বোলাররা দ্রুতগতিতে বোলিং করলেও, আমি শট খেলার জন্য যথেষ্ট সময় পাচ্ছি। ওরা দ্রুতগতিতে বোলিং করলে আমার হাতও দ্রুতগতিতে চলে।’
Image credits: insta
Bangla
বুধবার নেদারল্যান্ডস দলের ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন গ্লেন ম্যাক্সওয়েল
নেদারল্যান্ডসের ফিল্ডিংয়ের প্রশংসা করে গ্লেন ম্যাক্সওয়েল বলেছেন, 'ওরা দুর্দান্ত ফিল্ডিং করেছে। ওরা প্রথম ২৫ ওভারে বেশ কয়েকটি নিশ্চিত বাউন্ডারি বাঁচিয়ে দেয়।'
Image credits: insta
Bangla
স্ত্রী ও সন্তানের সামনে অসাধারণ রেকর্ড গড়ে খুশি গ্লেন ম্যাক্সওয়েল
বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের গ্যালারিতে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েলের স্ত্রী ও সন্তান। তাঁদের সামনে ওডিআই বিশ্বকাপে দ্রুততম শতরান করতে পেরে খুশি ম্যাক্সওয়েল।
Image credits: insta
Bangla
৪০ বলে শতরান করে যে রেকর্ড গড়েছেন, সে ব্যাপারে ম্যাচ চলাকালীনই জানতেন
গ্লেন ম্যাক্সওয়েল জানিয়েছেন, ওডিআই বিশ্বকাপে দ্রুততম শতরানের বিষয়টি তাঁর মাথায় ছিল। তিনি ব্যাটিং করার সময়ই বুঝতে পেরেছিলেন রেকর্ড গড়েছেন।