বুধবার ওডিআই বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে অসাধারণ ইনিংস খেলে ভারতীয় দলকে সহজ জয় এনে দিলেন অধিনায়ক রোহিত শর্মা।
ওডিআই বিশ্বকাপে সর্বাধিক ৬টি শতরানের রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। বুধবার সপ্তম শতরান করে সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মার।
১৯৮৩ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরান করেছিলেন কপিল দেব। বুধবার সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা।
তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে ওডিআই বিশ্বকাপে ১,০০০ রানের নজির গড়লেন রোহিত শর্মা। তাঁর আগে এই নজির গড়েন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলি।
এতদিন ওডিআই বিশ্বকাপে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সেই রেকর্ড ভাঙার জন্য ২৮ রান দরকার ছিল রোহিত শর্মার। তিনি অনায়াসে রেকর্ড ভাঙলেন।
এতদিন ওডিআই বিশ্বকাপে দ্রুততম ১,০০০ রানের রেকর্ড ছিল ডেভিড ওয়ার্নারের দখলে। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন রোহিত শর্মা।
এতদিন ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি মারার রেকর্ড ছিল ক্রিস গেইলের দখলে। সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা।
ওডিআই বিশ্বকাপে রান তাড়া করে জেতার ক্ষেত্রে কোনও ভারতীয় ব্যাটারের সর্বাধিক স্কোর রোহিত শর্মার ১৩১।
আফগানিস্তানের বিরুদ্ধে ৫৫ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও অসামান্য ব্যাটিং করে ভারতীয় দলকে জেতান বিরাট।
আফগানিস্তানের বিরুদ্ধে ১০ ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে ৪ উইকেট নেন জসপ্রীত বুমরা।