রবিবার ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নতুন নজির গড়তে পারেন রোহিত শর্মা।
রবিবার চলতি ওডিআই বিশ্বকাপে ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। এই ম্যাচ জিতলেই নতুন নজির গড়বেন রোহিত শর্মারা।
সব ফর্ম্যাট মিলিয়ে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ৯৯টি ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। রবিবার তিনি নতুন নজির গড়তে চলেছেন।
ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ক্রিকেটের সব ফর্ম্যাটেই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন রোহিত শর্মা।
৯টি টেস্ট ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে ৫টি ম্যাচে জয় পেয়েছেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে ২টি টেস্ট ম্যাচে ড্র করেছে ভারত এবং হার ২টি ম্যাচে।
৩৯টি ওডিআই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে ২৯টি ম্যাচে জয় পেয়েছেন রোহিত শর্মা। ৯টি ম্যাচে হেরে গিয়েছে ভারত এবং ১টি ম্যাচের ফল হয়নি।
রোহিত শর্মার নেতৃত্বে ৫১টি টি-২০ ম্যাচ খেলে ৩৯টি ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল এবং ১২টি ম্যাচে হেরে গিয়েছে।
চলতি ওডিআই বিশ্বকাপে দলকে যেমন সাফল্য এনে দিচ্ছেন, তেমনই নিজেও ব্যাট হাতে সাফল্য পাচ্ছেন রোহিত শর্মা। তিনি এই টুর্নামেন্টে দলের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী।