ওডিআই ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন রোহিত শর্মা। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নতুন রেকর্ড গড়তে পারেন তিনি।
গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ রান করে আউট হয়ে গেলেও, চলতি ওডিআই বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন রোহিত শর্মা।
কোনও একটি ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়তে পারেন রোহিত শর্মা।
২০১৫ সালের ওডিআই বিশ্বকাপে ২৬টি ওভার-বাউন্ডারি মেরেছিলেন ক্রিস গেইল। এবার সেই রেকর্ড ভেঙে দিতে পারেন রোহিত শর্মা।
এবারের ওডিআই বিশ্বকাপে আর ৭টি ওভার-বাউন্ডারি মারলেই ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দেবেন রোহিত শর্মা।
এবারের ওডিআই বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ২০টি ওভার-বাউন্ডারি মেরেছেন রোহিত শর্মা। আর ৭টি ওভার-বাউন্ডারি মারা কঠিন হবে না বলেই আশা করা হচ্ছে।
ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল দলকে ভরসা দিচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তাঁরা ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি।
প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এক বছরের মধ্যে ওডিআই ফর্ম্যাটে ৫০টি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়েছেন রোহিত শর্মা।
Afghanistan Cricket: প্রয়াত মায়ের জন্য সেমি-ফাইনাল খেলতে মরিয়া শাহিদি
India Vs Sri Lanka: ওডিআই বিশ্বকাপে পঞ্চমবার ৩৫০-এর বেশি রান ভারতের
Indian Cricket Team: ওডিআই বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সফলতম দল ভারত
Travis Head: বিশ্বকাপে অভিষেকে দ্রুততম শতরান, ইতিহাসে ট্রেভিস হেড