এবারের ওডিআই বিশ্বকাপে অসাধারণ ফর্মে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এই ফর্মের সুবাদেই আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে তাঁর উন্নতি হল।
রোহিত শর্মার পাশাপাশি আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে প্রথম ১০ জন ব্যাটারের মধ্যে আছেন তাঁর ওপেনিং পার্টনার শুবমান গিল।
এবারের ওডিআই বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০ রানেই আউট হয়ে যান রোহিত শর্মা। তবে এরপর তিনি ফর্মে ফিরেছেন।
আফগানিস্তানের বিরুদ্ধে ৮৪ বলে ১৩১ রানের অসামান্য ইনিংস খেলেন রোহিত শর্মা।
পাকিস্তানের বিরুদ্ধে ৮৬ রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। তিনি অসাধারণ ইনিংস খেলেন।
প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০টি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়েছেন রোহিত শর্মা।
ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলিও আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে প্রথম ১০ জনের মধ্যে আছেন। ইংল্যান্ডের ডেভিড মালানের সঙ্গে যুগ্মভাবে ৮ নম্বরে বিরাট।
বৃহস্পতিবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ ম্যাচ। ফের ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি রোহিত শর্মা।