১২৮ বছর পর অলিম্পিক্সে ক্রিকেট ফেরায় খুব খুশি হয়েছেন সচিন তেন্ডুলকর
১৯৯৮ সালে কমনওয়েলথ গেমসে ভারতের পুরুষদের ক্রিকেট দলে ছিলেন সচিন তেন্ডুলকর। কিন্তু তিনি এশিয়ান গেমস বা অলিম্পিক্সে খেলার সুযোগ পাননি।
Cricket Oct 16 2023
Author: Soumya Gangully Image Credits:Getty
Bangla
অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত হওয়ায় খেলার ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী সচিন
অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত হওয়ায় নতুন যুগের সূচনা হল, মত সচিন তেন্ডুলকরের।
Image credits: Getty
Bangla
অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছিলেন, জানিয়েছেন সচিন
সোশ্যাল মিডিয়ায় সচিন তেন্ডুলকর লিখেছেন, ‘এক শতাব্দীরও বেশি সময় ধরে অপেক্ষা করার পর আমাদের প্রিয় খেলা ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অলিম্পিকের মঞ্চে ফিরে এল।’
.
Image credits: Getty
Bangla
অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত হওয়ায় সামগ্রিকভাবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সচিন
সচিন তেন্ডুলকরের মতে, অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত হওয়ায় অনেক দেশ থেকেই প্রতিভাবান ক্রিকেটাররা উঠে আসবেন। সব দেশের ক্রিকেটাররাই খেলার সুযোগ পাবেন।
Image credits: Getty
Bangla
লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত হওয়া বিশেষ ব্যাপার, মত সচিনের
সচিন তেন্ডুলকরের মতে, '২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত হওয়ায় সত্যিকারের বিশেষ একটি অধ্যায় শুরু হচ্ছে।'
Image credits: Getty
Bangla
মুম্বইয়ে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি সেশনে বিশেষ ঘোষণা করা হয়েছে
মুম্বইয়ে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি সেশনে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেট-সহ ৫টি নতুন খেলা যুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে।
Image credits: Getty
Bangla
লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ৫টি নতুন খেলা যুক্ত করার কথা জানানো হল
লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেট ছাড়াও বেসবল-সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোজ ও স্কোয়াশ যুক্ত হয়েছে।
Image credits: @Viral
Bangla
১৯০০ সালে অলিম্পিক্সে ক্রিকেট খেলা হয়েছিল, তারপর থেকেই নিষিদ্ধ ছিল
১৯০০ সালের অলিম্পিক্সে ফ্রান্সকে হারিয়ে ক্রিকেটে সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন। তারপর থেকে অলিম্পিক্সে আর ক্রিকেট খেলা হয়নি। ২০২৮ সালে ফের অলিম্পিক্সে ক্রিকেট হতে চলেছে।