Cricket

পাকিস্তানকে হারিয়ে চলতি ওডিআই বিশ্বকাপে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

চলতি ওডিআই বিশ্বকাপে প্রথম ৩ ম্যাচেই জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গেল ভারতীয় দল।

Image credits: X

নিউজিল্যান্ডও প্রথম ৩ ম্যাচেই জয় পেয়েছে, তবে রান রেটে এগিয়ে ভারতীয় দল

ভারতের পাশাপাশি চলতি ওডিআই বিশ্বকাপে প্রথম ৩ ম্যাচেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। তবে ভারতের রান রেট +১.৮২১।  নিউজিল্যান্ডের রান রেট +১.৬০৪।

Image credits: X

ভারত, নিউজিল্যান্ডের সঙ্গে শীর্ষস্থানের লড়াইয়ে আছে দক্ষিণ আফ্রিকাও

চলতি ওডিআই বিশ্বকাপে প্রথম ২ ম্যাচেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমার দলের রান রেট +২.৩৬০। ফলে মঙ্গলবার নেদারল্যান্ডসে হারালেই শীর্ষে চলে যাবে দক্ষিণ আফ্রিকা।

Image credits: X

এবারের ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলতে হলে অন্তত ১২ পয়েন্ট দরকার

এবারের ওডিআই বিশ্বকাপের ফর্ম্যাট অনুযায়ী, লিগ পর্যায়ে যে ৪ দল পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে তারা সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করবে। সেমি-ফাইনালে যেতে হলে অন্তত ৬টি ম্যাচ জিততেই হবে।

Image credits: X

সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে আরও ৩টি ম্যাচ জিততেই হবে ভারতকে

ভারতীয় দলের পয়েন্ট এখন ৬। বাকি আরও ৬টি ম্যাচ। তার মধ্যে ৩টি ম্যাচে জয় পেলেই সেমি-ফাইনালে পৌঁছে যাবে ভারত।

Image credits: X

ওডিআই বিশ্বকাপে ২টি কঠিন ম্যাচ খেলে ফেলায় অনেকটাই স্বস্তিতে ভারতীয় দল

চলতি ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মতো ২টি কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পাওয়ায় ভারতীয় দলের কাজ অনেকটাই সহজ হয়ে গিয়েছে।

Image credits: X

বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ বাকি ভারতীয় দলের

ওডিআই বিশ্বকাপে বাংলাদেশ, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের রেকর্ড ভালো। সম্প্রতি এশিয়া কাপে শ্রীলঙ্কাকে দুরমুশ করেছে ভারত। ফলে এই ৩ ম্যাচ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় দল।

Image credits: X

ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের বিরুদ্ধেও খেলতে হবে ভারতকে

গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার্স নিউজিল্যান্ড এবং এবার ভালো ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের ম্যাচ বাকি। এই ৩ ম্যাচে কঠিন লড়াই হতে পারে।

Image credits: X