Bangla

পরিবারের নতুন সদস্যকে নিয়েই এখন সারাদিন কেটে যাচ্ছে জেমাইমা রডরিগেজের

যে কোনও পোষ্যই পরিবারের সবার প্রিয় হয়। সারমেয় হলে তো কথাই নেই। ক্রিকেটার জেমাইমা রডরিগেজও এখন পোষ্যকে নিয়ে ব্যস্ত।

Bangla

জেমাইমা রডরিগেজ তাঁর পরিবারের নতুন সদস্যর নাম দিয়েছেন জেড জয় রডরিগেজ

রডরিগেজ পরিবারের সবাইকে আনন্দে ভরিয়ে রেখেছে নতুন পোষ্য। সেই কারণেই তার নাম রাখা হয়েছে জয়।

Image credits: Instagram
Bangla

২ দশক পর পরিবারের সবচেয়ে প্রিয় সদস্যর তমকা হারাতে হয়েছে জেমাইমাকে

জন্মের পর থেকে পরিবারের সবার প্রিয় জেমাইমা রডরিগেজ। কিন্তু এখন জনপ্রিয়তায় তাঁকে পিছনে ফেলে দিয়েছে সারমেয়টি।

Image credits: Instagram
Bangla

নতুন পোষ্য সারমেয়কে নিয়ে সারাদিন খেলায় মেতে আছেন রডরিগেজ পরিবারের সবাই

সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন জেমাইমা রডরিগেজ। সেই ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁরা সবাই পোষ্য সারমেয়কে নিয়ে খেলায় মেতে।

Image credits: Instagram
Bangla

জাতীয় দলের সতীর্থরাও জেমাইমা রডরিগেজের নতুন সারমেয়টিকে দেখে উচ্ছ্বসিত

উইমেনস প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন জেমাইমা রডরিগেজ। এই ফ্র্যাঞ্চাইজি চাইছে সারমেয়টিকে অনুশীলনে নিয়ে যান জেমাইমা।

Image credits: Instagram
Bangla

অনেক ক্রীড়াবিদেরই পোষ্য সারমেয় আছে, এবার সেই তালিকায় জেমাইমা রডরিগেজও

কয়েকদিন আগেই পোষ্য সারমেয়দের নিয়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন জেমাইমা রডরিগেজ। এবার জেমাইমা রডরিগেজও পোষ্যকে নিয়ে ছবি তুললেন।

Image credits: Instagram
Bangla

জেমাইমা রডরিগেজের পরিবারের নতুন সদস্যটি হাতঘড়ি পেলেই চিবিয়ে খাচ্ছে

কয়েক মাস বয়স হলেই সারমেয়রা সামনে যা পায় তাই চিবোয়। জেমাইমা রডরিগেজের পোষ্যটি ঘড়ি চিবোচ্ছে।

Image credits: Instagram
Bangla

জেড জয় রডরিগেজের কাছে বাড়ির প্রিয়তম সদস্যের তকমা হারিয়েও খুশি জেমাইমা

নতুন পোষ্য সারমেয়টি জেমাইমা রডরিগেজেরও পছন্দের। সেই কারণে বাড়ির সবাই পোষ্যটিকে নিয়ে মেতে থাকায় তিনিও খুশি।

Image credits: Instagram
Bangla

সদ্য জন্মদিন কাটিয়েছেন জেমাইমা রডরিগেজ, ২৩ বছর পূর্ণ করেছেন এই তারকা

২০০০ সালের ৫ সেপ্টেম্বর মুম্বইয়ে জন্ম হয় জেমাইমা রডরিগেজের। ১৮ বছর বয়স থেকে তিনি জাতীয় দলের হয়ে খেলছেন।

Image credits: Instagram
Bangla

পরিবারের মতোই জাতীয় দলের সতীর্থদের কাছেও সবচেয়ে প্রিয় জেমাইমা রডরিগেজ

হাসি-ঠাট্টায় জাতীয় দলের সতীর্থদের সবসময় মাতিয়ে রাখেন জেমাইমা রডরিগেজ। সেই কারণেই তিনি সবার প্রিয়।

Image credits: Instagram

Mohammed Shami Birthday: ৩৩ বছর পূর্ণ, সোমবার খেলার সুযোগ পাচ্ছেন সামি

Asia Cup 2023: এশিয়া কাপের ইতিহাসে সর্বাধিক স্কোরের নজির এই ব্যাটারদের

দৌঁড় শুরু এশিয়া কাপের, জানুন গুরুত্বপূর্ণ তথ্য

১০০ মিটারের ওভার-বাউন্ডারি, মেজর লিগ ক্রিকেটে নতুন রেকর্ড পোলার্ডের