যে কোনও পোষ্যই পরিবারের সবার প্রিয় হয়। সারমেয় হলে তো কথাই নেই। ক্রিকেটার জেমাইমা রডরিগেজও এখন পোষ্যকে নিয়ে ব্যস্ত।
রডরিগেজ পরিবারের সবাইকে আনন্দে ভরিয়ে রেখেছে নতুন পোষ্য। সেই কারণেই তার নাম রাখা হয়েছে জয়।
জন্মের পর থেকে পরিবারের সবার প্রিয় জেমাইমা রডরিগেজ। কিন্তু এখন জনপ্রিয়তায় তাঁকে পিছনে ফেলে দিয়েছে সারমেয়টি।
সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন জেমাইমা রডরিগেজ। সেই ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁরা সবাই পোষ্য সারমেয়কে নিয়ে খেলায় মেতে।
উইমেনস প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন জেমাইমা রডরিগেজ। এই ফ্র্যাঞ্চাইজি চাইছে সারমেয়টিকে অনুশীলনে নিয়ে যান জেমাইমা।
কয়েকদিন আগেই পোষ্য সারমেয়দের নিয়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন জেমাইমা রডরিগেজ। এবার জেমাইমা রডরিগেজও পোষ্যকে নিয়ে ছবি তুললেন।
কয়েক মাস বয়স হলেই সারমেয়রা সামনে যা পায় তাই চিবোয়। জেমাইমা রডরিগেজের পোষ্যটি ঘড়ি চিবোচ্ছে।
নতুন পোষ্য সারমেয়টি জেমাইমা রডরিগেজেরও পছন্দের। সেই কারণে বাড়ির সবাই পোষ্যটিকে নিয়ে মেতে থাকায় তিনিও খুশি।
২০০০ সালের ৫ সেপ্টেম্বর মুম্বইয়ে জন্ম হয় জেমাইমা রডরিগেজের। ১৮ বছর বয়স থেকে তিনি জাতীয় দলের হয়ে খেলছেন।
হাসি-ঠাট্টায় জাতীয় দলের সতীর্থদের সবসময় মাতিয়ে রাখেন জেমাইমা রডরিগেজ। সেই কারণেই তিনি সবার প্রিয়।