সোমবার এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেপালের মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচে খেলবেন অভিজ্ঞ পেসার মহম্মদ সামি।
শনিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ না পেলেও, সোমবার নেপালের বিরুদ্ধে খেলার সুযোগ পাবেন মহম্মদ সামি।
পাকিস্তানের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি শার্দুল ঠাকুর। সেই কারণেই তাঁর পরিবর্তে নেপালের বিরুদ্ধে খেলবেন মহম্মদ সামি।
ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন মহম্মদ সামি। তিনি শুধু ভারতীয় দলই নয়, বিশ্বের অন্যতম সেরা পেসার।
ভারতীয় দলের বর্তমান পেসারদের মধ্যে তারকা জসপ্রীত বুমরা। কিন্তু তাঁর পাশাপাশি মহম্মদ সামিও ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।
ভারতীয় দলের হয়ে ৬৩টি টেস্ট ম্যাচ, ৯০টি ওডিআই ম্যাচ এবং ২৩টি টি-২০ ম্যাচ খেলেছেন মহম্মদ সামি। টেস্টে ২২৫টি, ওডিআই-তে ১৬২টি এবং টি-২০ ফর্ম্যাটে ২৪টি উইকেট নিয়েছেন এই পেসার।
২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন মহম্মদ সামি। ১৯৮৭ সালের বিশ্বকাপে প্রথম ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করেছিলেন চেতন শর্মা।
এবারের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের পেস বোলিং বিভাগের অন্যতম ভরসা মহম্মদ সামি।
২০১১ সালের ওডিআই বিশ্বকাপের সময় ভারতীয় দলে সুযোগ পাননি মহম্মদ সামি। এবার দেশের মাটিতে ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।
এবারের ওডিআই বিশ্বকাপ দেশের মাটিতে হলেও, পেস বোলিংয়ের উপর জোর দেওয়া হয়েছে। ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি পেসাররা।