Bangla

বাংলাদেশের ক্রিকেটারদের সুন্দরী স্ত্রী

বাংলাদেশের আট ক্রিকেটারের সুন্দরী স্ত্রীদের দেখুন ছবিতে।

Bangla

সাকিব আল হাসানে স্ত্রী

সাকিব আল হাসানের স্ত্রী উমি হাসান শিশার। একদিকে মডেল। অন্যদিকে তিনি সফ্টওয়ার ইঞ্জিনিয়ার।

Image credits: Our own
Bangla

লিটন দাসের স্ত্রী

বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান। তাঁর স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। গত বছর জুলাইতে সাতপাকে বাধা পড়েন।

Image credits: Our own
Bangla

মুশফিকার রাশিমের স্ত্রী

মুশফিকার রাশিম বিয়ে করেছেন জান্নাতুল কিফায়েত। যদিও ক্রিকেটারের আগে আরও একটি বিয়ে হয়েছিল।

Image credits: Our own
Bangla

সাবির রহমনের স্ত্রী

সাবির রহমনের স্ত্রী অরুপা। ২০১৯ সালের বিয়ে করেন। তাঁর স্ত্রী বিএস সেকেন্ড ইয়ারের ছাত্রী।

Image credits: Our own
Bangla

তামিম ইকবাল

বাংলাদেশের ক্যাপ্টেন তামিম ইকবালের সিদ্দিক। বাংলাদশের ডাকসাইটের সুন্দরী। ২০১৩ সালে তাঁরা বিবাহিত। তাদের দুই সন্তান।

Image credits: Our own
Bangla

রাবেল হুসেইন

বাংলাদেশের ফাস্টবোলার রাবেল হুসেন। ২০১৬ সালে তিনি ইরাত জাহান দোলাকে বিয়ে করেন।তারা যখন বিয়ে করেন তখন দোলা দশম শ্রেণীর ছাত্রী।

Image credits: Our own
Bangla

মহম্মদুল্লাহের স্ত্রী

বাংলাদেশের অল রাউন্ড মহম্মদুল্লাহ। তিনি বিয়ে করেন তাঁর ছোটবেলার বান্ধবী জন্নতাল্লাহ কাউসর মিস্ত্রীকে। ২০১১ সালের ২৫ জুন বিয়ে করেন তাঁরা।

Image credits: Our own
Bangla

মুস্তাফির রহমন

বাংলাদেশের ফাস্টবোলার মুস্তাফির রহমন। তাঁর স্ত্রী সামিয়া পারভিন। ২০১৯ সালের মার্চে তাঁদের বিয়ে হয়। সম্পর্কে তাঁরা খুড়তুতো ভাইবোন।

Image credits: Our own

ICC Rankings: দুর্দান্ত পারফরম্যান্স, র‍্যাঙ্কিংয়ে উন্নতি রোহিতের

ICC Cricket World Cup 2023: নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে রোহিত, ডি কক

Olympics Cricket: নতুন যুগ শুরু হচ্ছে, অলিম্পিক্স নিয়ে উচ্ছ্বসিত সচিন

Kuldeep Yadav: টি-২০ বিশ্বকাপে অসামান্য বোলিং, ভারতের ভরসা কুলদীপ