বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের শেষ ম্যাচে বিতর্কে জড়ালেন ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউর।
বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচের পর আম্পায়ারের বিরুদ্ধে মুখ খুলে শাস্তি পেলেন হরমনপ্রীত কউর।
হরমনপ্রীত কউরের ম্যাচ ফি-র ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তাঁকে ৪ ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউরের বিরুদ্ধে আইসিসি আচরণবিধির লেভেল ২ ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে এলবিডব্লু হওয়ার পর ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন হরমনপ্রীত কউর। তিনি আম্পায়ার তনভীর আহমেদের সঙ্গে তর্কে জড়ান।
শনিবার ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়ও আম্পায়ারের সমালোচনা করেন হরমনপ্রীত কউর।
শনিবার ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশের ক্রিকেটাররা অফিসিয়াল ফটো সেশনে যোগ দেননি।
শনিবার বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে হরমনপ্রীত কউর বলেন, ‘ফটোসেশনে আম্পায়ারকেও ডাকো।’ এরপরেই মাঠ ছেড়ে চলে যায় বাংলাদেশ দল।
ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউরের আচরণের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
আইসিসি-র শাস্তির মুখে পড়লেও, বিসিসিআই-এর কাছ থেকে সম্ভবত কোনওরকম শাস্তি পাচ্ছেন না হরমনপ্রীত কউর।