গাড়ি দুর্ঘটনায় চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল। তবে এখন পায়ের জোর অনেকটাই ফিরে পেয়েছেন ঋষভ পন্থ।
ফিট হয়ে ওঠার লক্ষ্যে বাড়িতে বিভিন্ন শারীরিক কসরত করছেন ঋষভ পন্থ। তিনি ভারত্তোলনও করছেন।
সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড জনপ্রিয় ঋষভ পন্থ। তাঁর শারীরিক কসরতের ভিডিও দেখে খুশি ক্রিকেটপ্রেমীরা।
ঋষভ পন্থের ফিটনেস নিয়ে বিশেষ পরিকল্পনা করছে ভারতের টিম ম্যানেজমেন্ট। বিসিসিআই কর্তারাও ঋষভের ফিটনেসের উপর নজর রাখছেন।
গাড়ি দুর্ঘটনায় ঋষভ পন্থের ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। এছাড়া ডান কবজি, গোড়ালি, পায়ের পাতাতেও চোট পান তিনি। কপালও কেটে যায়।
ঋষভ পন্থের পুরোপুরি ফিট হয়ে উঠতে যতদিন লাগবে বলে মনে করেছিলেন চিকিৎসকরা, তার আগেই ফিট হয়ে উঠতে পারেন।
মে মাস থেকে ক্রাচের সাহায্য ছাড়া হাঁটছেন ঋষভ পন্থ। তিনি পায়ের শক্তি বাড়ানোর জন্য নানারকম কসরতও করছেন।
ঋষভ পন্থের মাঠে ফেরার দিনক্ষণ অবশ্য এখনও জানা যায়নি। আরও কয়েক মাস লেগে যেতে পারে।
ঋষভ পন্থ যদি আগামী এক মাসের মধ্যে ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠতে পারেন, তাহলে ওডিআই বিশ্বকাপের দলে জায়গা পেতে পারেন।
ভারতীয় ক্রিকেটপ্রেমীরা চাইছেন যত দ্রুত সম্ভব মাঠে ফিরুন ঋষভ পন্থ।