যুজবেন্দ্র চাহালের জন্মদিনে আবেগপ্রবণ হয়ে পড়েছেন স্ত্রী ধনশ্রী ভার্মা
Bangla

যুজবেন্দ্র চাহালের জন্মদিনে আবেগপ্রবণ হয়ে পড়েছেন স্ত্রী ধনশ্রী ভার্মা

রবিবার জন্মদিনে স্ত্রী ধনশ্রী ভার্মার কাছ থেকে সবচেয়ে আবেগঘন বার্তা পেলেন যুজবেন্দ্র চাহাল।

জন্মদিনে যুজবেন্দ্র চাহালকে বিশেষ বার্তা স্ত্রী ধনশ্রী ভার্মার
Bangla

জন্মদিনে যুজবেন্দ্র চাহালকে বিশেষ বার্তা স্ত্রী ধনশ্রী ভার্মার

সোশ্যাল মিডিয়ায় যুজবেন্দ্র চাহালের উদ্দেশে স্ত্রী ধনশ্রী ভার্মা লিখেছেন, 'আজকের দিনটি এবং প্রতিটি দিনই বিশেষ। শুভ জন্মদিন।'

Image credits: Instagram
স্বামী যুজবেন্দ্র চাহালকে ভালো হৃদয়ের ব্যক্তি বলে উল্লেখ করেছেন ধনশ্রী
Bangla

স্বামী যুজবেন্দ্র চাহালকে ভালো হৃদয়ের ব্যক্তি বলে উল্লেখ করেছেন ধনশ্রী

যুজবেন্দ্র চাহালের উদ্দেশে ধনশ্রী ভার্মা লিখেছেন, 'তোমার হৃদয় দয়ায় পূর্ণ। তোমার সবসময় সেরা জিনিস পাওয়া উচিত।' 

Image credits: Instagram
'তোমার জীবন খুশিতে ভরে থাকুক,' যুজবেন্দ্র চাহালকে ধনশ্রী ভার্মা
Bangla

'তোমার জীবন খুশিতে ভরে থাকুক,' যুজবেন্দ্র চাহালকে ধনশ্রী ভার্মা

যুজবেন্দ্র চাহালের উদ্দেশে ধনশ্রী ভার্মা লিখেছেন, 'তুমি সবার জন্য যে ভালো কাজ করো, সেটা যেন তোমার জীবনে ফিরে আসে। তুমি জীবনে প্রচণ্ড খুশি পাও।' 

Image credits: Instagram
Bangla

'রব কা বান্দা,' যুজবেন্দ্র চাহালকে বার্তা স্ত্রী ধনশ্রী ভার্মার

যুজবেন্দ্র চাহালের উদ্দেশে ধনশ্রী ভার্মা লিখেছেন, ‘তুমি আমার রব কা বান্দা। তুমি আমাদের সবচেয়ে স্পেশাল ব্যক্তি। আমি যে নামটা সবসময় বলতে ভালোবাসি, সেটা হল যুজি।’

Image credits: Instagram
Bangla

নাচের অনুষ্ঠানে প্রথমবার দেখা, শুরুতে ধনশ্রীর ছাত্র ছিলেন চাহাল!

একটি নাচের অনুষ্ঠানে ধনশ্রী ভার্মার সঙ্গে আলাপ হয় যুজবেন্দ্র চাহালের। শুরুতে তিনি ধনশ্রীর কাছে নাচ শিখতেন।

Image credits: Instagram
Bangla

নাচের মাধ্যমেই ঘনিষ্ঠতা, বন্ধুত্ব থেকে প্রেম যুজবেন্দ্র চাহাল-ধনশ্রীর

ধনশ্রী ভার্মার কাছে নাচের প্রশিক্ষণ নিতে গিয়ে তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন যুজবেন্দ্র চাহাল।

Image credits: Instagram
Bangla

২০২০ সালে লকডাউনের সময় একে অপরের সঙ্গে আবদ্ধ হয়ে পড়েন চাহাল-ধনশ্রী

২০২০ সালের আগস্টে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার বাগদান হয়। এরপর সে বছরেরই ডিসেম্বরে তাঁরা বিয়ে করেন।

Image credits: Instagram
Bangla

ক্রিকেটার হিসেবে ২০২৩ সাল যুজবেন্দ্র চাহালের কাছে গুরুত্বপূর্ণ

কয়েক মাস পরেই দেশের মাটিতে হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। ভারতীয় দলে জায়গা করে নেওয়াই যুজবেন্দ্র চাহালের প্রাথমিক লক্ষ্য। 

Image credits: Instagram
Bangla

জন্মদিনে যুজবেন্দ্র চাহালকে অভিনব ভঙ্গিতে শুভেচ্ছা রাজস্থান রয়্যালসের

এবারের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন যুজবেন্দ্র চাহাল। এই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।

Image credits: Instagram

প্রায় ৫ বছর পর বিদেশের মাটিতে টেস্টে শতরান, সচিনকে ছাপিয়ে গেলেন বিরাট

যত দ্রুত সম্ভব ফিট হয়ে ওঠাই লক্ষ্য, বাড়িতে ওজন তুলতে ব্যস্ত ঋষভ পন্থ

ডমিনিকায় শতরানের স্বীকৃতি, ফের টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথম ১০-এ রোহিত

৫০০ আন্তর্জাতিক ম্যাচ, ত্রিনিদাদে নতুন রেকর্ড গড়তে চলেছেন বিরাট কোহলি