ওয়েস্ট ইন্ডিজ সফরে ওডিআই ফর্ম্যাটে কপিল দেবের একটি রেকর্ড ভেঙে দিতে পারেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওডিআই ম্যাচের ইতিহাসে প্রাক্তন ক্যারিবিয়ান পেসার কোর্টনি ওয়ালশের রেকর্ডও ভেঙে দিতে পারেন রবীন্দ্র জাদেজা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড কপিল দেবের দখলে। এবার সেই রেকর্ড ভেঙে দিতে পারেন রবীন্দ্র জাদেজা।
এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৯টি ওডিআই ম্যাচ খেলে ৪১ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা।
ভারত-ওয়েস্ট ইন্ডিজের ওডিআই ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তৃতীয় স্থানে রবীন্দ্র জাদেজা।
ভারতের বিরুদ্ধে ৩৮টি ওডিআই ম্যাচ খেলে ৪৪ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার কোর্টনি ওয়ালশ। তাঁর রেকর্ড ভেঙে দিতে পারেন রবীন্দ্র জাদেজা।
ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪২টি ওডিআই ম্যাচ খেলে ৪৩ উইকেট নেন। এবার তাঁর রেকর্ড ভেঙে দিতে পারেন রবীন্দ্র জাদেজা।
ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট, ওডিআই সিরিজে ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি রবীন্দ্র জাদেজা।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগে ইতিমধ্যেই বার্বাডোজে পৌঁছে গিয়েছেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও শার্দুল ঠাকুর।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারতীয় দল। এবার নতুন করে শুরু করছেন রবীন্দ্র জাদেজা।