Bangla

২০২১ সালে অস্ট্রেলিয়া সফরে কি সত্যিই গোমাংস খেয়েছিলেন রোহিত শর্মা?

২০২১ সালের অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা কি গোমাংস খেয়েছিলেন? হঠাৎই এই বিতর্ক তৈরি হয়েছে।

Bangla

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খারাপ ফর্মের জন্য আলোচনায় রোহিত শর্মা

রোহিত শর্মা বর্তমানে তাঁর ফর্ম নিয়ে বেশ আলোচনায় রয়েছেন। ক্রিকেট ছাড়াও ব্যক্তিগত জীবনেও তিনি একজন আলোচিত খেলোয়াড়।

Image credits: insta/rohitsharma45
Bangla

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা নিরামিষ খান বলে জানিয়েছেন

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা নিরামিষাশী। এক সাক্ষাৎকারে তিনি নিজেই এই কথা বলেছিলেন।

Image credits: insta/rohitsharma45
Bangla

ক্রিকেট খেলার ফাঁকে অবসর পেলে বাড়ির খাবার খেতে পছন্দ করেন রোহিত শর্মা

এক সাক্ষাৎকারে রোহিত শর্মা জানিয়েছিলেন, তিনি বাড়িতে ডাল-ভাত খেতে পছন্দ করেন।

Image credits: insta/rohitsharma45
Bangla

রোহিত শর্মা জানিয়েছেন, তিনি বিদেশ সফরেও ডাল-ভাত খাওয়ার চেষ্টা করেন

ভারতীয় দলের সঙ্গে বিদেশ সফরে গেলেও ডাল-ভাত খুঁজে নেন বলেও জানিয়েছেন রোহিত শর্মা।

Image credits: insta/rohitsharma45
Bangla

৪ বছর আগে অস্ট্রেলিয়া সফরের সময় রোহিতের বিরুদ্ধে গোমাংস খাওয়ার অভিযোগ

রোহিত শর্মা নিরামিষাশী হলেও ২০২১ সালে অস্ট্রেলিয়া সফরে গো-মাংস খাওয়ার অভিযোগ উঠেছিল।

Image credits: insta/rohitsharma45
Bangla

৪ বছর আগে রেস্তোরাঁয় যে বিল দেওয়া হয়েছিল, তা নিয়ে এখন বিতর্ক চলছে

রোহিত শর্মার সঙ্গে শুবমান গিল, ঋষভ পন্থ, পৃথ্বী শ-ও একই রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন বলে অভিযোগ

Image credits: x/Was_divote
Bangla

রোহিত শর্মারা যে রেস্তোরাঁয় খেয়েছিলেন, সেই বিলে গোমাংসের কথা উল্লেখ

রেস্তোরাঁর বিলে আমিষ খাবারের উল্লেখ ছিল, যা ভাইরাল হওয়ায় সমালোচনার ঝড় ওঠে। পরিষ্কার লেখা আছে, গোমাংস পরিবেশন করা হয়েছিল।

Image credits: insta/rohitsharma45

যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, খোশমেজাজেই ধনশ্রী ভার্মা

আইসিসি বর্ষসেরা টি-২০ দলে আছেন, গ্ল্যামারেও চোখ ধাঁধাচ্ছেন স্মৃতি

ঠিক ৪৭টি একদিনের ম্যাচের পর গিল বনাম বাবরের লড়াই! কে শ্রেষ্ঠ?

সারা তেন্ডুলকরের গোপন সৌন্দর্যের রহস্য জানেন?