ভারতীয় ক্রিকেট দলের হয়ে যাঁরা খেলেন, তাঁরা সবাই অতীতে বন্ধু ছিলেন। কিন্তু তাঁরা এখন সবাই সহকর্মী হয়ে গিয়েছেন। এমনই মন্তব্য করলেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, অতীতের মতো জাতীয় দলের ক্রিকেটাররা এখন আর বন্ধু না থাকায় তাঁর একটু খারাপ লাগছে।
রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, ‘এখন ভারতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশে বড় পার্থক্য এসেছে। কারণ, সবাই নিজেকে উন্নত করতে চাইছে। একে অপরের চেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সবাই।’
রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, 'আমার মনে হয়, একে অপরের সঙ্গে সহযোগিতা করলে ক্রিকেট উন্নত হয়। কিন্তু আমরা যদি একে অপরের সঙ্গে ক্রিকেট নিয়ে কথা না বলি, তাহলে সেটা সম্ভব হয় না।'
রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, ভারতীয় দলের ক্রিকেটাররা যদি একে অপরের সঙ্গে খেলা নিয়ে কথা না বলেন, তাহলে তাঁদের খেলা উন্নত হওয়া সম্ভব না।
রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, 'কেউ কাউকে সাহায্য করে না। নিজেকেই সবকিছু শিখে নিতে হবে। পেশাদারদের সাহায্য নেওয়া যেতে পারে। কোচেরও সাহায্য নেওয়া যায়। বাকিটা নিজের উপর।'
রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, 'আমরা সবাই অর্থ খরচ করতে পারি, অনুশীলন করতে পারি। যা শিখতে চাই সেটা শেখার চেষ্টা করতে পারি। কিন্তু আমরা মাঝেমধ্যে ভুলে যাই, ক্রিকেটে নিজেকেই শিখতে হয়।'