শনিবার আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অসাধারণ শতরান করলেন পাঞ্জাব কিংসের ব্যাটার প্রভসিমরণ সিং। ৬৫ বলে ১০৩ রান করেন এই ব্যাটার।
ষষ্ঠ ভারতীয় ব্যাটার হিসেবে সিনিয়র পর্যায়ে জাতীয় দলে সুযোগ পাওয়ার আগেই আইপিএল-এ শতরান করলেন প্রভসিমরণ সিং। আরও ভালো পারফরম্যান্স দেখানোই এই তরুণের লক্ষ্য।
এবারের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে অসাধারণ শতরান করেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য ধৈর্য ধরে আছেন এই তরুণ।
২০০৯ সালের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার সময় ডেকান চার্জাসের বিরুদ্ধে শতরান করেন মণীশ পাণ্ডে। তখন তাঁর বয়স ছিল ১৯ বছর।
২০১১ সালের আইপিএল-এ কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১২০ রান করে অপরাজিত থাকেন পল ভালথাটি। এই ব্যাটার অবশ্য তারপর আর খুব বেশি সাফল্য পাননি।
২০২১ সালের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫১ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন দেবদত্ত পাড়িক্কল। সেটাই আইপিএল-এ তাঁর প্রথম শতরান।
২০২২-এর আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ভালো পারফরম্যান্স দেখান রজত পতিদার। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১১২ রান করে অপরাজিত ছিলেন তিনি।
গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৪৯ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন মুম্বই ইন্ডিয়ানসের ব্যাটার সূর্যকুমার যাদব। এটাই আইপিএল-এ তাঁর প্রথম শতরান।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ব্যাটার বিরাট কোহলিরও আইপিএল-এ শতরান আছে। আইপিএল-এ সবচেয়ে বেশি রানের রেকর্ডও বিরাটের দখলে।
রবিবার আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ভালো পারফরম্যান্সের লক্ষ্যে বিরাট কোহলি।