এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুযোগ দেওয়ার জন্য অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তরুণ পেসার তুষার দেশপাণ্ডে।
তুষার দেশপাণ্ডে বলেছেন, 'আমি জানতাম, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং কখনও ভুল পথে নিয়ে যাবেন না। তিনি যা বলেছেন, অনুগত সৈনিকের মতো সেটা করে গিয়েছি।'
২০২০ সালের আইপিএল-এর নিলামে তুষার দেশপাণ্ডেকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। ২০২০ সালে এই পেসারকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। এবারই প্রথম নজর কাড়লেন এই পেসার।
এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে ১৬ ম্যাচ খেলে ২১ উইকেট নিয়েছেন তুষার দেশপাণ্ডে। দলকে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছেন এই পেসার।
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে কুর্ণিশ জানিয়ে তুষার দেশপাণ্ডে বলেছেন, 'উনি খারাপ সময়ে পাশে থাকেন, পথ দেখান। উনি কখনও নিজের কথা ভাবেন না। সহজ-সরলভাবে থাকেন।'
তুষার দেশপাণ্ডে জানিয়েছেন, তিনি যে পরিকল্পনা করেন, সেই পরিকল্পনা আরও কার্যকর করতে সাহায্য করেছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি শুধু ধোনির কথা শুনে কাজ করে গিয়েছেন।
তুষার দেশপাণ্ডে জানিয়েছেন, দলের সবাইকে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী খেলতে বলেন ধোনি। তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলোয়াড়দের স্বাধীনভাবে খেলার সুযোগ দেন তিনি।
তুষার দেশপাণ্ডে জানিয়েছেন, স্বাধীনতা দিলেও, ম্যাচের মাঝপথে যখনই প্রয়োজন মনে করেন তখনই পরামর্শ দেন মহেন্দ্র সিং ধোনি। তিনি শান্ত থাকতে বলেন।
তুষার দেশপাণ্ডে জানিয়েছেন, 'একটি ম্যাচে আমি ভালো বোলিং করতে পারিনি। মহেন্দ্র সিং ধোনি বলেন, দলে জায়গা নিয়ে চিন্তা করতে হবে না। তরুণ ক্রিকেটাররা এই আশ্বাসটুকুই চায়।'
এবার চেন্নাই সুপার কিংস পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন, তিনি আগামী মরসুমের আইপিএল-এও খেলার চেষ্টা করবেন। এ কথা শুনে খুশি তুষার দেশপাণ্ডে।