Bangla

আইপিএল ফাইনালের আগেই অবসর ঘোষণা চেন্নাই সুপার কিংসের অম্বাতি রায়াডুর

গুজরাট টাইটানসের বিরুদ্ধে আইপিএল ফাইনাল খেলতে নামার ঠিক আগে অবসর ঘোষণা করে দিলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটার অম্বাতি রায়াডু।

Bangla

আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন রায়াডু

আইপিএল-এ ২০১০ থেকে ২০১৭ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলেছেন অম্বাতি রায়াডু। ২০১৮ থেকে এই ব্যাটার খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে।

Image credits: Facebook
Bangla

আইপিএল-এ ১৪ মরসুম সাফল্যের সঙ্গে খেলার পর অবসর ঘোষণা অম্বাতি রায়াডুর

আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস মিলিয়ে ১৪টি মরসুমে খেললেন অম্বাতি রায়াডু। এবার তিনি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন।

Image credits: Facebook
Bangla

মুম্বই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস মিলিয়ে ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন

মুম্বই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের হয়ে মোট ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন অম্বাতি রায়াডু। এবার ষষ্ঠ আইপিএল খেতাব জিততে চান এই ব্যাটার।

Image credits: Facebook
Bangla

রবিবারই আইপিএল-এ শেষ ম্যাচ খেলছেন, ট্যুইটে জানিয়ে দিলেন অম্বাতি রায়াডু

ট্যুইট করে অম্বাতি রায়াডু জানিয়েছেন, আইপিএল ফাইনালই তাঁর শেষ ম্যাচ হতে চলেছে। এরপর এই টুর্নামেন্টে তিনি আর খেলবেন না।

Image credits: Facebook
Bangla

২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে প্রথম আইপিএল খেতাব জেতেন রায়াডু

মুম্বই ইন্ডিয়ানস প্রথম আইপিএল জেতে ২০১৩ সালে। সেই দলে ছিলেন অম্বাতি রায়াডু। তিনি ২০১৫ ও ২০১৭ সালেও আইপিএল জেতেন। চেন্নাই সুপার কিংসের হয়ে ২০১৮, ২০২১ সালে আইপিএল জেতেন।

Image credits: Facebook
Bangla

আইপিএল ফাইনালের আগে ২০৩ ম্যাচ খেলে ৪,৩২৯ রান করেছেন অম্বাতি রায়াডু

আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত ২০৩ ম্যাচ খেলে ৪,৩২৯ রান করেছেন অম্বাতি রায়াডু। তাঁর ব্যাটিংয়ের গড় ২৮.২৯ এবং স্ট্রাইক রেট ১২৭.২৯। ২২টি অর্ধশতরান ও একটি শতরান করেছেন এই ব্যাটার।

Image credits: Facebook
Bangla

এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো খেলতে পারেননি রায়াডু

এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে ১৫ ম্যাচ খেলে ১৩৯ রান করেছেন অম্বাতি রায়াডু। এই ব্যাটারের স্ট্রাইক রেট ১৩২.৩৮। 

Image credits: Facebook
Bangla

২০১৮ সালের আইপিএল-এ সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান অম্বাতি রায়াডু

২০১৮ সালে চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার পর ১৬ ম্যাচ খেলে ৬০২ রান করেন অম্বাতি রায়াডু। সেবারের আইপিএল-এ রায়াডুর ব্যাটিংয়ের গড় ছিল ৪৩ এবং স্ট্রাইক রেট ছিল ১৪৯.৭৫।

Image credits: Facebook
Bangla

ভারতীয় দলের হয়ে ওডিআই, টি-২০ মিলিয়ে ৬১টি ম্যাচ খেলেছেন অম্বাতি রায়াডু

ভারতীয় দলের হয়ে ৫৫টি ওডিআই, ৬টি টি-২০ ম্যাচ খেলেছেন অম্বাতি রায়াডু। ওডিআই ফর্ম্যাটে ৩টি শতরান, ১০টি অর্ধশতরান করেছেন এই ব্যাটার।

Image Credits: Facebook