বলিউডে বেশ কিছুদিন ধরে অভিনয় করলেও, হঠাৎই দেশজুড়ে প্রবল জনপ্রিয় হয়ে গিয়েছেন অবনীত কউর। কারণ, বিরাট কোহলি ইনস্টাগ্রামে তাঁর পোস্ট লাইক করেছেন।
ইনস্টাগ্রামে আজকাল বড় বড় তারকারা নিজেদের ছবি শেয়ার করেন। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি অভিনেত্রী অবনীত কউরের ছবি লাইক করেন।
ইনস্টাগ্রামে অবনীত কউরের পোস্ট লাইক করা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বিরাট কোহলি। তিনি জানিয়েছেন, ভুল করে লাইক করেছেন।
বিরাট কোহলির অ্যাকাউন্ট থেকে ভুল করে অবনীত কউরের পোস্টে লাইক চলে গেলেও, এই একটি ভুলে অভিনেত্রীর বিপুল লাভ হয়েছে।
বিরাট কোহলির এক লাইকের জন্য বলিউড অভিনেত্রী অবনীত কউরের ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্রায় ২০ লক্ষ ফলোয়ার একদিনেই বেড়ে গিয়েছে।
এই ঘটনার আগে ইনস্টাগ্রামে অবনীত কউরের ৩ কোটি ফলোয়ার ছিল। এখন তা বেড়ে ৩.১৮ কোটিতে পৌঁছে গিয়েছে।
ফলোয়ার বাড়ার পর অবনীত কউরের পোস্টের পারিশ্রমিকও বেড়েছে। আগে একটি পোস্টের জন্য ২ লক্ষ টাকা নিতেন, এখন ২.৬০ লক্ষ টাকা নিচ্ছেন।
অবনীত কউর এই সুযোগের পুরো সদ্ব্যবহার করেছেন। তিনি পরপর সাতটি নতুন পোস্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। যার মধ্যে ব্র্যান্ড প্রচারও রয়েছে।