Bangla

বিরাট কোহলির এক লাইকের ফলে ইনস্টাগ্রামে অবনীত কউরের ফলোয়ার বেড়ে গেল

বলিউডে বেশ কিছুদিন ধরে অভিনয় করলেও, হঠাৎই দেশজুড়ে প্রবল জনপ্রিয় হয়ে গিয়েছেন অবনীত কউর। কারণ, বিরাট কোহলি ইনস্টাগ্রামে তাঁর পোস্ট লাইক করেছেন।

Bangla

৩০ এপ্রিল ইনস্টাগ্রামে এক পোস্ট করেন অবনীত কউর, যা লাইক করেন বিরাট

ইনস্টাগ্রামে আজকাল বড় বড় তারকারা নিজেদের ছবি শেয়ার করেন। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি অভিনেত্রী অবনীত কউরের ছবি লাইক করেন।

Image credits: own instagram
Bangla

বিরাট কোহলিকে নিয়ে বিতর্ক তৈরি হয়, এরপর ব্যাখ্যা দেন আরসিবি কিংবদন্তি

ইনস্টাগ্রামে অবনীত কউরের পোস্ট লাইক করা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বিরাট কোহলি। তিনি জানিয়েছেন, ভুল করে লাইক করেছেন।

Image credits: own instagram
Bangla

বিরাট কোহলির লাইকের ফলে সোশ্যাল মিডিয়ায় অবনীত কউরের জনপ্রিয়তা তুঙ্গে

বিরাট কোহলির অ্যাকাউন্ট থেকে ভুল করে অবনীত কউরের পোস্টে লাইক চলে গেলেও, এই একটি ভুলে অভিনেত্রীর বিপুল লাভ হয়েছে।

Image credits: own instagram
Bangla

বিরাট কোহলির জন্য ইনস্টাগ্রামে রাতারাতি অবনীত কউরের ফলোয়ার বেড়েছে

বিরাট কোহলির এক লাইকের জন্য বলিউড অভিনেত্রী অবনীত কউরের ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্রায় ২০ লক্ষ ফলোয়ার একদিনেই বেড়ে গিয়েছে।

Image credits: own instagram
Bangla

সোশ্যাল মিডিয়ায় আগেও জনপ্রিয় ছিলেন অবনীত কউর, তবে এখন তিনি জাতীয় ক্রাশ

এই ঘটনার আগে ইনস্টাগ্রামে অবনীত কউরের ৩ কোটি ফলোয়ার ছিল। এখন তা বেড়ে ৩.১৮ কোটিতে পৌঁছে গিয়েছে।

Image credits: own instagram
Bangla

বিরাট কোহলি তাঁর পোস্ট লাইক করার পর অবনীত কউরের পারিশ্রমিকও বেড়েছে

ফলোয়ার বাড়ার পর অবনীত কউরের পোস্টের পারিশ্রমিকও বেড়েছে। আগে একটি পোস্টের জন্য ২ লক্ষ টাকা নিতেন, এখন ২.৬০ লক্ষ টাকা নিচ্ছেন।

Image credits: own instagram
Bangla

ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ার সুযোগ নিয়ে ব্র্যান্ডের প্রচারে অবনীত কউর

অবনীত কউর এই সুযোগের পুরো সদ্ব্যবহার করেছেন। তিনি পরপর সাতটি নতুন পোস্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। যার মধ্যে ব্র্যান্ড প্রচারও রয়েছে।

Image credits: own instagram

দল হারলেও লাভবন শচীন কন্যা সারা, পেলেন কোটি টাকার প্রাইজ

Riyan Parag: রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগের সম্পত্তির পরিমাণ জানেন?

ব্যাড লাক! আইপিএলে ৯৯ রানে আউট হয়ে গেছেন এই ৫ জন ব্যাটসম্যান

Mohammed Shami: কীভাবে নিজের ওজন কমালেন মহম্মদ শামি?