Bangla

১৮ বছর বয়সে আইপিএল-এ অভিষেক ম্যাচেই অসাধারণ ব্যাটিং অঙ্গকৃশ রঘুবংশীর

বুধবার বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল-এর ম্যাচে অভিষেক হল অঙ্গকৃশ রঘুবংশীর। অভিষেক ম্যাচেই ২৭ বলে ৫৪ রানের অসাধারণ ইনিংস খেলেন এই তরুণ।

Bangla

অঙ্গকৃশ রঘুবংশীর অসাধারণ ইনিংস নিয়ে ক্রিকেট দুনিয়ায় আলোচনা শুরু হয়েছে

আইপিএল-এ অভিষেক ম্যাচেই অঙ্গকৃশ রঘুবংশীর ঝোড়ো ইনিংস দেখে কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা উচ্ছ্বসিত।

Image credits: Instagram
Bangla

ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন অঙ্গকৃশ রঘুবংশী

২০২২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন অঙ্গকৃশ রঘুবংশী। তিনি সেই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখান।

Image credits: Instagram
Bangla

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন অঙ্গকৃশ

২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে মোট ২৭৮ রান করেন অঙ্গকৃশ রঘুবংশী। তিনি  ১টি করে শতরান ও অর্ধশতরান করেন।

Image credits: Instagram
Bangla

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর ঘরোয়া ক্রিকেটেও ভালো পারফরম্যান্স অঙ্গকৃশের

দিল্লিতে জন্ম হলেও, পরবর্তীকালে মুম্বইয়ে পাড়ি জমান অঙ্গকৃশ রঘুবংশী। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলছেন এই তরুণ।

Image credits: Instagram
Bangla

ঘরোয়া ক্রিকেটে ভালো ব্যাটিংয়ের সুবাদে আইপিএল-এ সুযোগ পেয়েছেন এই তরুণ

এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেকের আগে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখান অঙ্গকৃশ রঘুবংশী। বিজয় হাজারে ট্রফিতে কেরালার বিরুদ্ধে ঝোড়া অর্ধশতরান করেন এই তরুণ।

Image credits: Instagram
Bangla

অঙ্গকৃশ রঘুবংশীর অসাধারণ ব্যাটিংয়ে মুগ্ধ কেকেআর কর্ণধার শাহরুখ খান

বুধবার বিশাখাপত্তনমে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দেখতে যান এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার শাহরুখ খান। তিনি অঙ্গকৃশ রঘুবংশীর ব্যাটিং দেখে উচ্ছ্বসিত।

Image credits: Instagram
Bangla

সুনীল নারিনের সঙ্গে শতাধিক রানের পার্টনারশিপ অঙ্গকৃশ রঘুবংশীর

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআর-এর ক্যারিবিয়ান তারকা সুনীল নারিনের সঙ্গে ৪৮ বলে ১০৪ রানের অসাধারণ পার্টনারশিপ গড়েন অঙ্গকৃশ রঘুবংশী।

Image credits: Instagram

IPL: ধোনি, ধাওয়ান, কার্তিক, উমেশ, আইপিএল-এ নজরে থাকবেন এই 'বয়স্করা'

Dinesh Karthik: এবারই শেষ, আরসিবি-র হয়ে খেলেই অবসর দীনেশ কার্তিকের

Anant Ambani Wedding: অনন্ত আম্বানির বিয়ে উপলক্ষে জামনগরে তারকাদের ঢল

Sameer Rizvi: অপরাজিত ৩০১, আইপিএল-এর আগে দুর্দান্ত ফর্মে সমীর রিজভি