বুধবার বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল-এর ম্যাচে অভিষেক হল অঙ্গকৃশ রঘুবংশীর। অভিষেক ম্যাচেই ২৭ বলে ৫৪ রানের অসাধারণ ইনিংস খেলেন এই তরুণ।
আইপিএল-এ অভিষেক ম্যাচেই অঙ্গকৃশ রঘুবংশীর ঝোড়ো ইনিংস দেখে কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা উচ্ছ্বসিত।
২০২২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন অঙ্গকৃশ রঘুবংশী। তিনি সেই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখান।
২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে মোট ২৭৮ রান করেন অঙ্গকৃশ রঘুবংশী। তিনি ১টি করে শতরান ও অর্ধশতরান করেন।
দিল্লিতে জন্ম হলেও, পরবর্তীকালে মুম্বইয়ে পাড়ি জমান অঙ্গকৃশ রঘুবংশী। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলছেন এই তরুণ।
এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেকের আগে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখান অঙ্গকৃশ রঘুবংশী। বিজয় হাজারে ট্রফিতে কেরালার বিরুদ্ধে ঝোড়া অর্ধশতরান করেন এই তরুণ।
বুধবার বিশাখাপত্তনমে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দেখতে যান এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার শাহরুখ খান। তিনি অঙ্গকৃশ রঘুবংশীর ব্যাটিং দেখে উচ্ছ্বসিত।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআর-এর ক্যারিবিয়ান তারকা সুনীল নারিনের সঙ্গে ৪৮ বলে ১০৪ রানের অসাধারণ পার্টনারশিপ গড়েন অঙ্গকৃশ রঘুবংশী।