Bangla

সি কে নাইডু নকআউট ম্যাচে অপরাজিত ত্রিশতরান উত্তরপ্রদেশের সমীর রিজভির

সি কে নাইডু ট্রফিতে নকআউট পর্যায়ের ম্যাচে সৌরাষ্ট্রর বিরুদ্ধে ২৬১ বলে ৩০১ রান করে অপরাজিত থাকলেন উত্তরপ্রদেশের ব্যাটার সমীর রিজভি।

Bangla

আইপিএল-এর আগে অসাধারণ ব্যাটিং, ফর্মে চেন্নাই সুপার কিংসের সমীর রিজভি

সৌরাষ্ট্রর বিরুদ্ধে এই বিস্ফোরক ইনিংসে ৩২টি বাউন্ডারি ও ১১টি ওভার-বাউন্ডারি মারেন সমীর রিজভি।

Image credits: Instagram
Bangla

আইপিএল-এর আগে সমীর রিজভি ফর্মে ফেরায় খুশি চেন্নাই সুপার কিংস শিবির

চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট ও সমর্থকরা আশা করছেন, এবারের আইপিএল-এ দুরন্ত ফর্ম ধরে রাখতে পারবেন সমীর রিজভি।

Image credits: Instagram
Bangla

এবারের আইপিএল-এর নিলামে বিপুল দর দিয়ে সমীর রিজভিকে দলে নিয়েছে সিএসকে

এবারের আইপিএল-এর নিলামে ৮.৪০ কোটি টাকা দিয়ে সমীর রিজভিকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

Image credits: Instagram
Bangla

আইপিএল-এর নিলামে আনক্যাপড খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দর সমীরের

এবারের আইপিএল-এর নিলামে সমীর রিজভির বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তাঁর দর বেড়ে হয় ৮.৪০ কোটি টাকা। আন্তর্জাতিক ক্রিকেট না খেলা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দর পেয়েছেন সমীর।

Image credits: Instagram
Bangla

ইউপি টি-২০ লিগের প্রথম মরসুমে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন সমীর রিজভি

ইউপি টি-২০ লিগের প্রথম মরসুমে দ্রুততম শতরান করেছেন সমীর রিজভি। এই লিগে তাঁর ব্যাটিংয়ের গড় ৪৯.১৬ এবং স্ট্রাইক রেট ১৩৪.৭০।

Image credits: Instagram
Bangla

সি কে নাইডু নকআউট ম্যাচে সমীর রিজভির অসাধারণ ইনিংসের প্রশংসায় সিএসকে

চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সমীর রিজভির অসাধারণ ইনিংসের প্রশংসা করা হয়েছে।

Image credits: Instagram
Bangla

২২ মার্চ আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

২২ মার্চ ঘরের মাঠ চিপকে এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস।

Image credits: Instagram

Sachin Tendulkar: কাশ্মীরে তুষারমানব সচিন তেন্ডুলকর, উচ্ছ্বাস ভক্তদের

Sachin Tendulkar: কাশ্মীরে সপরিবারে তুষারপাত উপভোগ সচিন তেন্ডুলকরের

Ravichandran Ashwin: দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে ৫০০ উইকেট অশ্বিনের

Agni Chopra: বাবা বলিউডের নামী পরিচালক, রঞ্জি ট্রফি মাতাচ্ছেন ছেলে