সি কে নাইডু ট্রফিতে নকআউট পর্যায়ের ম্যাচে সৌরাষ্ট্রর বিরুদ্ধে ২৬১ বলে ৩০১ রান করে অপরাজিত থাকলেন উত্তরপ্রদেশের ব্যাটার সমীর রিজভি।
সৌরাষ্ট্রর বিরুদ্ধে এই বিস্ফোরক ইনিংসে ৩২টি বাউন্ডারি ও ১১টি ওভার-বাউন্ডারি মারেন সমীর রিজভি।
চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট ও সমর্থকরা আশা করছেন, এবারের আইপিএল-এ দুরন্ত ফর্ম ধরে রাখতে পারবেন সমীর রিজভি।
এবারের আইপিএল-এর নিলামে ৮.৪০ কোটি টাকা দিয়ে সমীর রিজভিকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
এবারের আইপিএল-এর নিলামে সমীর রিজভির বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তাঁর দর বেড়ে হয় ৮.৪০ কোটি টাকা। আন্তর্জাতিক ক্রিকেট না খেলা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দর পেয়েছেন সমীর।
ইউপি টি-২০ লিগের প্রথম মরসুমে দ্রুততম শতরান করেছেন সমীর রিজভি। এই লিগে তাঁর ব্যাটিংয়ের গড় ৪৯.১৬ এবং স্ট্রাইক রেট ১৩৪.৭০।
চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সমীর রিজভির অসাধারণ ইনিংসের প্রশংসা করা হয়েছে।
২২ মার্চ ঘরের মাঠ চিপকে এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস।