এবারের আইপিএল-এ খেলেই অবসর নিতে চলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা দীনেশ কার্তিক।
বেশ কিছুদিন হল জাতীয় দলের বাইরে দীনেশ কার্তিক। তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাবেন না। ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসরের কথা ঘোষণা করতে পারেন।
যে কয়েকজন ক্রিকেটার প্রথম আইপিএল থেকে এখনও খেলে চলেছেন, তাঁদের অন্যতম দীনেশ কার্তিক।
আইপিএল-এর গত ১৬ মরসুমে মাত্র ২টি ম্যাচে খেলতে পারেননি দীনেশ কার্তিক। বাকি সব ম্যাচেই তিনি খেলেছেন।
২০২৩ সালের আইপিএল-এ মাত্র ১৪০ রান করেন দীনেশ কার্তিক। এই উইকেটকিপার-ব্যাটারের গড় ছিল ১১-এর সামান্য বেশি।
২০২২ সালের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১৬ ম্যাচ খেলে ৩৩০ রান করেন দীনেশ কার্তিক। তিনি ফিনিশার হিসেবে সাফল্য পান।
২০২২ সালের টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি দীনেশ কার্তিক। ৩ ইনিংসে তিনি মাত্র ১৪ রান করেন।
আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে খেললেও, দলকে সাফল্য এনে দিতে পারেননি দীনেশ কার্তিক।