Bangla

ফেব্রুয়ারির শেষদিকে কাশ্মীর ভ্রমণে গিয়ে তুষারপাত উপভোগ করছেন সচিন

শীতকালে তুষারপাত উপভোগ করার জন্য সারা বিশ্বের পর্যটকরা কাশ্মীর ভ্রমণে যান। বসন্তকালেও কাশ্মীরে গিয়ে তুষারপাত উপভোগ করছেন সচিন তেন্ডুলকর।

Bangla

'লাভ অ্যাট ফ্রস্ট সাইট,' সোশ্যাল মিডিয়া পোস্টে লিখলেন সচিন তেন্ডুলকর

তুষারে ঢাকা উপত্যকার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সচিন তেন্ডুলকর। তিনি লিখেছেন, 'লাভ অ্যাট ফ্রস্ট সাইট।'

Image credits: Instagram
Bangla

বরফে ঢাকা ভূস্বর্গ দারুণ উপভোগ করছেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর

সচিন তেন্ডুলকর কাশ্মীরের যে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ছবিতে দেখা যাচ্ছে রাস্তা, বাড়ি সব বরফে ঢাকা পড়ে গিয়েছে।

Image credits: Instagram
Bangla

তুষারপাতের মধ্যে ছোট্ট শিশুর মতোই উচ্ছ্বসিত হয়ে উঠতে দেখা গেল সচিনকে

কাশ্মীরে গিয়ে তুষারপাতের সাক্ষী থাকলে সবারই আনন্দ হয়। সচিন তেন্ডুলকরও তুষারপাতের মধ্যে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন।

Image credits: Instagram
Bangla

সচিন তেন্ডুলকরের সঙ্গে তুষারপাত উপভোগ করতে দেখা গেল স্ত্রী অঞ্জলিকেও

সচিন তেন্ডুলকরের সঙ্গে ভূস্বর্গে তুষারপাতের মধ্যে রোম্যান্টিক মেজাজে দেখা গেল স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরকে।

Image credits: Instagram
Bangla

প্রায় ৩ দশক আগে বিয়ে করেছেন সচিন-অঞ্জলি, তবে এখনও তাঁদের ভালোবাসা অটুট

সচিন তেন্ডুলকর ও অঞ্জলি তেন্ডুলকরকে দেখে মনে হচ্ছে তাঁরা যেন নতুন করে মধুচন্দ্রিমায় গিয়েছেন।

Image credits: Instagram
Bangla

ভূস্বর্গে তুষারশুভ্র প্রান্তরে শুয়ে পড়ে প্রকৃতি উপভোগ করলেন সচিন

তুষারের মধ্যে শুয়ে পড়েছিলেন সচিন তেন্ডুলকর। তিনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন।

Image credits: Instagram
Bangla

সচিন তেন্ডুলকর ও অঞ্জলির এই ছবি দেখে অনুরাগীরা উচ্ছ্বসিত হয়ে উঠেছেন

সচিন তেন্ডুলকরের কাশ্মীর ভ্রমণ তাঁর অনুরাগীদের মধ্যে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।

Image credits: Instagram

Sachin Tendulkar: কাশ্মীরে সপরিবারে তুষারপাত উপভোগ সচিন তেন্ডুলকরের

Ravichandran Ashwin: দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে ৫০০ উইকেট অশ্বিনের

Agni Chopra: বাবা বলিউডের নামী পরিচালক, রঞ্জি ট্রফি মাতাচ্ছেন ছেলে

Rinku Singh: 'রিঙ্কুর মতো একজনকে দলে চাইছিলাম,' প্রশংসায় রোহিত শর্মা