Cricket

এবারের রঞ্জি ট্রফিতে নতুন রেকর্ড গড়লেন মিজোরামের অগ্নিদেব চোপড়া

প্রথম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর প্রথম ৪ ম্যাচেই শতরানের রেকর্ড মিজোরামের অগ্নি চোপড়ার।

Image credits: Instagram

এবারের রঞ্জি ট্রফি প্লেট গ্রুপে সেরা পারফরম্যান্স দেখাচ্ছেন অগ্নি

এবারের রঞ্জি ট্রফিতে প্রথম ৪ ম্যাচে ৮ ইনিংসে অগ্নি চোপড়া যথাক্রমে ১০৫, ১০১, ১১৪, ১০, ১৬৪, ১৫, ১৬৬ ও ৯২ রান করেছেন। তাঁর গড় ৯৫.৮৭ এবং স্ট্রাইক রেট ১১১.৮০।

Image credits: Instagram

কোচের পরামর্শে মুম্বই ছেড়ে মিজোরামের হয়ে রঞ্জি খেলছেন অগ্নি চোপড়া

মুম্বইয়ের হয়ে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ পর্যায়ে খেলেছেন অগ্নি চোপড়া। তবে সিনিয়র পর্যায়ে খেলার সুযোগ পাচ্ছিলেন না। সেই কারণে কোচ খুশপ্রীত সিংয়ের পরামর্শে মিজোরাম দলে যোগ দেন অগ্নি।

Image credits: Instagram

মিজোরামের হয়ে খেলার সুযোগ পেয়ে ভালো লাগছে, জানিয়েছেন অগ্নি চোপড়া

মিজোরাম দলে সতীর্থ হিসেবে কে সি কারিয়াপ্পা ও মোহিত জ্যাংড়াকে পেয়েছেন অগ্নি চোপড়া। দলের বাকিদের সঙ্গেও তিনি মানিয়ে নিয়েছেন।

Image credits: Instagram

ভালো খেলে মিজোরামকে এলিট গ্রুপে তুলে নিয়ে যাওয়াই অগ্নি চোপড়ার লক্ষ্য

অগ্নি চোপড়া জানিয়েছেন, মিজোরামকে প্লেট লিগ ফাইনালে নিয়ে যেতে চান তিনি। সেটা হলে আগামী মরসুমের রঞ্জি ট্রফিতে এলিট গ্রুপে খেলতে পারবে মিজোরাম।

Image credits: Instagram

বাবার দেখানো পথে বলিউডে না গিয়ে ক্রিকেটার হয়ে উঠেছেন অগ্নি চোপড়া

বলিউডে তারকাদের সন্তানরা সাধারণত অভিনয়ের পথই বেছে নেন। কিন্তু ব্যতিক্রম অগ্নি চোপড়া। তিনি অভিনয়ের বদলে ক্রিকেটার হয়ে উঠেছেন।

Image credits: Instagram

বিধু বিনোদ চোপড়া সবসময় স্বাধীনতা দিয়েছেন, জানিয়েছেন অগ্নি চোপড়া

অগ্নি চোপড়া জানিয়েছেন, তাঁকে ছোটবেলা থেকেই স্বাধীনতা দিয়েছেন বাবা বিধু বিনোদ চোপড়া। তিনি কোনও কিছু চাপিয়ে দেননি।

Image credits: Instagram

এবারের আইপিএল-এ কোনও দলে জায়গা না পেয়ে কিছুটা হতাশ হয়েছেন অগ্নি চোপড়া

অগ্নি চোপড়া জানিয়েছেন, তিনি আশা করেছিলেন এবারের আইপিএল-এ কোনও দলে সুযোগ পাবেন। কিন্তু হয়তো তিনি যথেষ্ট যোগ্য নন।

Image credits: Instagram