এবারের রঞ্জি ট্রফিতে নতুন রেকর্ড গড়লেন মিজোরামের অগ্নিদেব চোপড়া
প্রথম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর প্রথম ৪ ম্যাচেই শতরানের রেকর্ড মিজোরামের অগ্নি চোপড়ার।
Cricket Feb 03 2024
Author: Soumya Gangully Image Credits:Instagram
Bangla
এবারের রঞ্জি ট্রফি প্লেট গ্রুপে সেরা পারফরম্যান্স দেখাচ্ছেন অগ্নি
এবারের রঞ্জি ট্রফিতে প্রথম ৪ ম্যাচে ৮ ইনিংসে অগ্নি চোপড়া যথাক্রমে ১০৫, ১০১, ১১৪, ১০, ১৬৪, ১৫, ১৬৬ ও ৯২ রান করেছেন। তাঁর গড় ৯৫.৮৭ এবং স্ট্রাইক রেট ১১১.৮০।
Image credits: Instagram
Bangla
কোচের পরামর্শে মুম্বই ছেড়ে মিজোরামের হয়ে রঞ্জি খেলছেন অগ্নি চোপড়া
মুম্বইয়ের হয়ে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ পর্যায়ে খেলেছেন অগ্নি চোপড়া। তবে সিনিয়র পর্যায়ে খেলার সুযোগ পাচ্ছিলেন না। সেই কারণে কোচ খুশপ্রীত সিংয়ের পরামর্শে মিজোরাম দলে যোগ দেন অগ্নি।
Image credits: Instagram
Bangla
মিজোরামের হয়ে খেলার সুযোগ পেয়ে ভালো লাগছে, জানিয়েছেন অগ্নি চোপড়া
মিজোরাম দলে সতীর্থ হিসেবে কে সি কারিয়াপ্পা ও মোহিত জ্যাংড়াকে পেয়েছেন অগ্নি চোপড়া। দলের বাকিদের সঙ্গেও তিনি মানিয়ে নিয়েছেন।
Image credits: Instagram
Bangla
ভালো খেলে মিজোরামকে এলিট গ্রুপে তুলে নিয়ে যাওয়াই অগ্নি চোপড়ার লক্ষ্য