নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার রস টেলরের নাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় তামাশা শুরু হয়েছে। টেলরের বাংলা অর্থ দর্জি। এই কারণে টেলরকে ব্যঙ্গ করা হচ্ছে।
ইংল্যান্ডের ক্রিকেটার ফিলিপ সল্টকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ শুরু হয়েছে। সল্টের বাংলা অর্থ নুন। সেটা নিয়েই ঠাট্টা চলছে।
হিন্দিতে লাউকে বলা হয় লাউকি। নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসনের নামের সঙ্গে লাউকি শব্দের মিল আছে। সেই কারণে তাঁর নাম নিয়েও ব্যঙ্গ করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার ব্যাটার ম্যাথু শর্টকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ করা হচ্ছে। শর্ট শব্দের বাংলা অর্থ বেঁটে। এই কারণে এই ক্রিকেটারকে নিয়ে হাসিঠাট্টা শুরু হয়েছে।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হাশিম আমলাকে নিয়েও হাসিঠাট্টা শুরু হয়েছে। কারণ, আমলা বা আমলকি জনপ্রিয় ফল।
বাংলায় রুট শব্দের অর্থ শিকড়। সেই কারণে ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুটকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ শুরু হয়েছে।
ভারত ও বাংলাদেশের জনপ্রিয় পোশাক লুঙ্গি। এই কারণে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডিকে নিয়ে ক্রিকেটপ্রেমীরা ব্যঙ্গ করছেন।
বাল্ব, টিউবের হোল্ডারের কথা উল্লেখ করে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জেসন হোল্ডারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ করা হচ্ছে।