আইপিএল-এর (IPL 2025) ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর বান্ধবী ঈশা নেগিও (Isha Negi) যথেষ্ট ধনী।
আইপিএল ২০২৫-এ লখনউ সুপারজায়ান্টসের হয়ে অধিনায়কত্ব করা ঋষভ পন্থকে এখন মাঠে দেখা যাচ্ছে। তাঁদের দলের ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।
এবারের আইপিএল-এ ২৭ কোটি টাকা দর ঋষভ পন্থের। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা চলছে। তাঁর বান্ধবী ঈশা নেগিও প্রায়ই চর্চায় থাকেন।
পেশায় ঈশা নেগি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইন্টেরিয়র ডিজাইনার। যখন থেকে তাঁর নাম ঋষভ পন্থের সঙ্গে জুড়েছে, তখন থেকে তাঁকে নিয়ে আলোচনা বেড়েছে।
রিপোর্ট অনুযায়ী, ঋষভ পন্থের বান্ধবী ঈশা নেগির মোট সম্পত্তি প্রায় ১০.৫ কোটি টাকার কাছাকাছি। ফলে তিনি ঋষভ পন্থের চেয়ে অনেক পিছিয়ে।
টিম ইন্ডিয়ার ক্রিকেটার এবং লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থের মোটি সম্পত্তি প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি।
ঈশা নেগির পড়াশোনার কথা বললে, তিনি দেরাদুনের কনভেন্ট অফ জেসাস অ্যান্ড মেরি স্কুল থেকে স্কুলের শিক্ষা সম্পূর্ণ করেন। তারপর অ্যামিটি ইউনিভার্সিটি থেকে ইংলিশ অনার্স ডিগ্রি লাভ করেছেন।
সোশ্যাল মিডিয়ায় ঈশা নেগিকে বেশিরভাগ সময়ই সক্রিয় থাকতে দেখা যায়। তিনি প্রায়ই নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন।