লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ কি তাঁর গার্লফ্রেন্ড ঈশা নেগির চেয়ে ধনী?
Bangla

লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ কি তাঁর গার্লফ্রেন্ড ঈশা নেগির চেয়ে ধনী?

আইপিএল-এর (IPL 2025) ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর বান্ধবী ঈশা নেগিও (Isha Negi) যথেষ্ট ধনী।

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লড়াই করছেন ঋষভ পন্থ
Bangla

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লড়াই করছেন ঋষভ পন্থ

আইপিএল ২০২৫-এ লখনউ সুপারজায়ান্টসের হয়ে অধিনায়কত্ব করা ঋষভ পন্থকে এখন মাঠে দেখা যাচ্ছে। তাঁদের দলের ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।

Image credits: ANI
ইডেনে আইপিএল-এর ম্যাচের মাঝেই ঋষভ পন্থের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা
Bangla

ইডেনে আইপিএল-এর ম্যাচের মাঝেই ঋষভ পন্থের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা

এবারের আইপিএল-এ ২৭ কোটি টাকা দর ঋষভ পন্থের। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা চলছে। তাঁর বান্ধবী ঈশা নেগিও প্রায়ই চর্চায় থাকেন।

Image credits: Insta/rishabpant
ঋষভ পন্থের বান্ধবীই শুধু নয়, ঈশা নেগির ব্যক্তিগত পরিচয়ও তৈরি হয়েছে
Bangla

ঋষভ পন্থের বান্ধবীই শুধু নয়, ঈশা নেগির ব্যক্তিগত পরিচয়ও তৈরি হয়েছে

পেশায় ঈশা নেগি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইন্টেরিয়র ডিজাইনার। যখন থেকে তাঁর নাম ঋষভ পন্থের সঙ্গে জুড়েছে, তখন থেকে তাঁকে নিয়ে আলোচনা বেড়েছে।

Image credits: Insta/ishanegi_
Bangla

ঈশা নেগিও অত্যন্ত প্রভাবশালী এবং ধনী, তবে ঋষভ পন্থের চেয়ে পিছিয়েই

রিপোর্ট অনুযায়ী, ঋষভ পন্থের বান্ধবী ঈশা নেগির মোট সম্পত্তি প্রায় ১০.৫ কোটি টাকার কাছাকাছি। ফলে তিনি ঋষভ পন্থের চেয়ে অনেক পিছিয়ে।

Image credits: Insta/ishanegi_
Bangla

বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ঋষভ পন্থের মোট সম্পত্তি অনেক

টিম ইন্ডিয়ার ক্রিকেটার এবং লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থের মোটি সম্পত্তি প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি।

Image credits: Insta/rishabpant
Bangla

ঈশা নেগি যেমন সুন্দরী, তেমনই শিক্ষিতা ও বুদ্ধিমতী, তিনি প্রভাবশালী

ঈশা নেগির পড়াশোনার কথা বললে, তিনি দেরাদুনের কনভেন্ট অফ জেসাস অ্যান্ড মেরি স্কুল থেকে স্কুলের শিক্ষা সম্পূর্ণ করেন। তারপর অ্যামিটি ইউনিভার্সিটি থেকে ইংলিশ অনার্স ডিগ্রি লাভ করেছেন।

Image credits: Insta/ishanegi_
Bangla

সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন ঋষভ পন্থের বান্ধবী ঈশা নেগি

সোশ্যাল মিডিয়ায় ঈশা নেগিকে বেশিরভাগ সময়ই সক্রিয় থাকতে দেখা যায়। তিনি প্রায়ই নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন।

Image credits: Insta/ishanegi_

CSK vs DC: ঘরের দিল্লির কাছে মাঠে হার, এই ৫ খেলোয়াড়কে দুষছে সিএসকে

Hardik Pandya: আইপিএল চলাকালীন কোন দেবতার উপর ভরসা হার্দিক পান্ডিয়ার?

KKR vs SRH: ইডেন গার্ডেন্সে জয় কেকেআর-এর, দেখুন ম্যাচের সেরা মুহূর্ত

IPL 2025: স্টার্কের ৫ উইকেটে বদলে গেল হিসেব, পার্পল ক্যাপের দৌড়ে কে?