আইপিএল ২০২৫-এর ১৫-তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করতে নামে।
প্রথমে বোলিং করে হায়দরাবাদের হয়ে প্রথমে প্যাট কামিন্স কুইন্টন ডি কককে ১ রানে আউট করেন। তারপর মহম্মদ শামি সুনীল নারিনকে প্যাভিলিয়নের পথ দেখান।
দুই ওপেনার দ্রুত আউট হওয়ার পর কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে ও অঙ্গকৃশ রঘুবংশী দলের হাল ধরেন। দু'জনের মধ্যে ৮১ রানের একটি দারুণ পার্টনারশিপ হয়।
অজিঙ্কা রাহানে ৩৮ রানে আউট হওয়ার পর অঙ্গকৃশ রঘুবংশী ৫০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন এবং দলকে একটি বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যান।
ডেথ ওভারে ভেঙ্কটেশ আইয়ার কলকাতার ইনিংসকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যান। তিনি ২৯ বলে ৬০ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। যার ফলে দল ২০ ওভারে ২০০ রান করে।
২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস শুরুতেই মুখ থুবড়ে পড়ে এবং প্রথম ৩ ওভারের মধ্যেই ট্রেভিস হেড, অভিষেক শর্মা ও ইশান কিষান আউট হয়ে যান।
কলকাতা নাইট রাইডার্সের বোলাররা হায়দরাবাদের তিনজন বিধ্বংসী ব্যাটারকে শুরুতেই আউট করে দেন। প্রথমে ট্রেভিস হেড ৪, তারপর অভিষেক শর্মা ২ এবং তারপর ইশান কিষান ২ রান করে আউট হন।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এবারের আইপিএল-এ নীতীশ কুমার রেড্ডির ব্যাট এখনও পর্যন্ত চলেনি। বৃহস্পতিবারও তিনি মাত্র ১৯ রান করে আউট হয়ে যান।
হেইনরিক ক্লাসেন সানরাইজার্স হায়দরাবাদের ইনিংসকে কিছুটা গতি দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর আশায় জল ঢেলে দেন বৈভব অরোরা। ক্লাসেন ২১ বলে ৩৩ রান করেন।
হেইনরিক ক্লাসেন আউট হওয়ার পরেই উইকেটের পতন শুরু হয়ে যায় এবং একের পর এক উইকেট পড়তে থাকে। বরুণ চক্রবর্তী পরপর ২ উইকেট নেন। যার ফলে কেকেআর ৮০ রানের ব্যবধানে ম্যাচ জিতে যায়।