আইপিএল ২০২৫ শুরু হওয়ার পর প্রথম সপ্তাহ পেরিয়ে গিয়েছে। ১০টি ফ্র্যাঞ্চাইজিই ম্যাচ খেলেছে। পার্পল ক্যাপের দৌড় শুরু হয়ে গিয়েছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮-তম মরসুমে বোলারদেরও দাপট দেখা যাচ্ছে। একদিকে যেমন ব্যাটাররা ছক্কা হাঁকাচ্ছেন, তেমনই বোলাররাও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন।
আজ আমরা আপনাদের সেই বোলারদের কথা বলব, যাঁরা এখনও পর্যন্ত চলতি আইপিএল-এ পার্পল ক্যাপ জেতার দৌড়ে আছেন।
এই তালিকায় চেন্নাই সুপার কিংসের স্পিন বোলার নূর আহমেদের নাম প্রথমে আসে। তিনি ৩ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ফিগার ১৮ রানে ৪ উইকেট।
এবারের আইপিএল-এ পার্পল ক্যাপের দৌড়ে আছেন লখনউ সুপার জায়ান্টসের পেসার শার্দুল ঠাকুর। তিনি ২ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ফিগার ৩৪/৪।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার জোশ হ্যাজেলউডও পার্পল ক্যাপের দৌড়ে আছেন। হ্যাজেলউড ২ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ফিগার ২১/৩।
চেন্নাই সুপার কিংসের বাঁ হাতি পেসার খলিল আহমেদও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। খলিল ২ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং পারফরম্যান্স ২৯/৩।
পার্পল ক্যাপের লিস্টে পঞ্চম স্থানে রয়েছেন গুজরাট টাইটানসের স্পিন বোলার সাই কিশোর। তিনি ২ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন।
রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে সবার আগে দিল্লি ক্যাপিটালসের মিচেল স্টার্ক। তিনি ২ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন।