Yuzvendra Chahal: আইপিএল ২০২৫-এ পাঞ্জাব কিংসের তারকা লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল অত্যন্ত জনপ্রিয়। তাঁর এই জনপ্রিয়তা কাজে লাগায় বিভিন্ন সংস্থা।
মঙ্গলবার পাঞ্জাব কিংসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। তিনি পাঞ্জাবকে হারা ম্যাচ জিতিয়ে দিলেন।
ঘরের মাঠে খেলতে নেমে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১১১ রানে অলআউট হয়ে যায় পাঞ্জাব কিংস। জবাবে ৯৫ রানে অলআউট হয়ে গেল কেকেআর।
অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। তিনি ক্রিকেট খেলে যেমন টাকা রোজগার করেন, তেমনই ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও আয় করেন।
ক্রিকেট খেলার পাশাপাশি ব্র্যান্ড এনডোর্সমেন্ট করেও যুজবেন্দ্র চাহাল মোটা টাকা আয় করেন। তিনি একাধিক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার।
রিপোর্ট অনুযায়ী, ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে যুজবেন্দ্র চাহাল বছরে ৫-৭ কোটি টাকা আয় করেন। তিনি বিসিসিআই-এর চুক্তি থেকে কখনও এত টাকা পাননি।
SG, Boat, Nike-এর মতো বড় ব্র্যান্ডের হয়ে কাজ করেন যুজবেন্দ্র চাহাল। তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে ভালো কাজ করছেন।
‘CheQmate’ নামে নিজস্ব ব্র্যান্ডও চালু করেছেন যুজবেন্দ্র চাহাল। তিনি এই ব্র্যান্ডকে জনপ্রিয় করে তুলছেন।
Abhishek Sharma: আইপিএল-এ রান তাড়া করার সময় বিশাল ইনিংস এই তারকাদের
IPL 2025: প্রিয়াংশ আর্য থেকে দিগ্বেশ রাঠি, আইপিএল মাতাচ্ছেন এই তরুণরা
Virat Kohli's Instagram: কোন দশটি ব্র্যান্ডিং কৌশল ফলো করেন বিরাট?
Rishabh Pant-Isha Negi: পেশায় ইন্টেরিয়র ডিজাইনার, ঋষভের চেয়ে ধনী ঈশা?