প্রতিটি ছবিতে বিরাট কোহলি বেশ কিছু দিকে নজির রাখেন
Bangla

প্রতিটি ছবিতে বিরাট কোহলি বেশ কিছু দিকে নজির রাখেন

তাঁর প্রতিটি পোস্ট পরিষ্কার, হাই কোয়ালিটি এবং নান্দনিক হয়ে থাকে। 

নিজের জীবনের মাইলস্টোন
Bangla

নিজের জীবনের মাইলস্টোন

নিজের ক্রিকেট ক্যারিয়ারে যে মাইলস্টোন গুলি স্পর্শ করেছেন, সেগুলির সঙ্গে নিজের জীবনের নানা প্রিয় মুহূর্তের মেলবন্ধন ঘটান তিনি।

Image credits: ANI
ফিটনেসের দিকে নজর
Bangla

ফিটনেসের দিকে নজর

রোজদিন তিনি ফিট থাকার জন্য কী করেন এবং জিম করার আপডেট দিয়ে থাকেন।

Image credits: ANI
ব্র্যান্ড পার্টনারশিপ
Bangla

ব্র্যান্ড পার্টনারশিপ

বিরাট একাধিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। কিন্তু ইদানীং তিনি ব্র্যান্ড পার্টনারশিপ সংক্রান্ত কোনও পোস্ট বা আপডেট ইন্সটাগ্রামে খুব একটা দিচ্ছেন না।

Image credits: ANI
Bangla

পারিবারিক বিরাট

বিশেষ করে, একাধিক সময়ে তিনি অনুষ্কা শর্মা এবং ভামিকার সঙ্গে ছবি পোস্ট করেন। যা তাঁর ইমোশনাল কানেকশনকেই জোরদার করে।

Image credits: ANI
Bangla

কম বার্তা দেন

তখনই কথা বলেন, যখন দরকার। বেশিরভাগ সময়েই চুপ থাকেন নানা বিষয়ে।

Image credits: ANI
Bangla

ক্যাপশন এবং কনটেন্ট

বিরাট কোহলির পোস্টের ক্যাপশন এবং কনটেন্ট, দেশ ও বিদেশের ফলোয়ার্সদের ভীষণভাবেই আকৃষ্ট করে।

Image credits: ANI
Bangla

স্ট্রাটেজিক স্টোরি হাইলাইটস

সুসজ্জিত হাইলাইটস রয়েছে তাঁর অ্যাকাউন্টে। আর এমনভাবে সেগুলি সাজানো রয়েছে, সেগুলিকে দেখতে আরও ভালো লাগছে। সেখানে প্রাধান্য পেয়েছে ক্রিকেট, পরিবার এবং ফিটনেস। 

Image credits: ANI
Bangla

সঠিক সময়ে পোস্ট

সঙ্গে high ininteraction rate. 

Image credits: ANI
Bangla

সামঞ্জস্যপূর্ণ অ্যাকউন্ট

একজন ক্রিকেটার, উদ্যোগপতি এবং আইকন হিসেবে বিরাট তাঁর অ্যাকাউন্টটিতে একটি সঠিক সামঞ্জস্য রেখে চলছেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Image credits: mufaddal_vohra@instagram

Rishabh Pant-Isha Negi: পেশায় ইন্টেরিয়র ডিজাইনার, ঋষভের চেয়ে ধনী ঈশা?

CSK vs DC: ঘরের দিল্লির কাছে মাঠে হার, এই ৫ খেলোয়াড়কে দুষছে সিএসকে

Hardik Pandya: আইপিএল চলাকালীন কোন দেবতার উপর ভরসা হার্দিক পান্ডিয়ার?

KKR vs SRH: ইডেন গার্ডেন্সে জয় কেকেআর-এর, দেখুন ম্যাচের সেরা মুহূর্ত