প্রতিটি ছবিতে বিরাট কোহলি বেশ কিছু দিকে নজির রাখেন
তাঁর প্রতিটি পোস্ট পরিষ্কার, হাই কোয়ালিটি এবং নান্দনিক হয়ে থাকে।
Cricket Apr 10 2025
Author: Subhankar Das Image Credits:ANI
Bangla
নিজের জীবনের মাইলস্টোন
নিজের ক্রিকেট ক্যারিয়ারে যে মাইলস্টোন গুলি স্পর্শ করেছেন, সেগুলির সঙ্গে নিজের জীবনের নানা প্রিয় মুহূর্তের মেলবন্ধন ঘটান তিনি।
Image credits: ANI
Bangla
ফিটনেসের দিকে নজর
রোজদিন তিনি ফিট থাকার জন্য কী করেন এবং জিম করার আপডেট দিয়ে থাকেন।
Image credits: ANI
Bangla
ব্র্যান্ড পার্টনারশিপ
বিরাট একাধিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। কিন্তু ইদানীং তিনি ব্র্যান্ড পার্টনারশিপ সংক্রান্ত কোনও পোস্ট বা আপডেট ইন্সটাগ্রামে খুব একটা দিচ্ছেন না।
Image credits: ANI
Bangla
পারিবারিক বিরাট
বিশেষ করে, একাধিক সময়ে তিনি অনুষ্কা শর্মা এবং ভামিকার সঙ্গে ছবি পোস্ট করেন। যা তাঁর ইমোশনাল কানেকশনকেই জোরদার করে।
Image credits: ANI
Bangla
কম বার্তা দেন
তখনই কথা বলেন, যখন দরকার। বেশিরভাগ সময়েই চুপ থাকেন নানা বিষয়ে।
Image credits: ANI
Bangla
ক্যাপশন এবং কনটেন্ট
বিরাট কোহলির পোস্টের ক্যাপশন এবং কনটেন্ট, দেশ ও বিদেশের ফলোয়ার্সদের ভীষণভাবেই আকৃষ্ট করে।
Image credits: ANI
Bangla
স্ট্রাটেজিক স্টোরি হাইলাইটস
সুসজ্জিত হাইলাইটস রয়েছে তাঁর অ্যাকাউন্টে। আর এমনভাবে সেগুলি সাজানো রয়েছে, সেগুলিকে দেখতে আরও ভালো লাগছে। সেখানে প্রাধান্য পেয়েছে ক্রিকেট, পরিবার এবং ফিটনেস।
Image credits: ANI
Bangla
সঠিক সময়ে পোস্ট
সঙ্গে high ininteraction rate.
Image credits: ANI
Bangla
সামঞ্জস্যপূর্ণ অ্যাকউন্ট
একজন ক্রিকেটার, উদ্যোগপতি এবং আইকন হিসেবে বিরাট তাঁর অ্যাকাউন্টটিতে একটি সঠিক সামঞ্জস্য রেখে চলছেন।