তাঁর প্রতিটি পোস্ট পরিষ্কার, হাই কোয়ালিটি এবং নান্দনিক হয়ে থাকে।
নিজের ক্রিকেট ক্যারিয়ারে যে মাইলস্টোন গুলি স্পর্শ করেছেন, সেগুলির সঙ্গে নিজের জীবনের নানা প্রিয় মুহূর্তের মেলবন্ধন ঘটান তিনি।
রোজদিন তিনি ফিট থাকার জন্য কী করেন এবং জিম করার আপডেট দিয়ে থাকেন।
বিরাট একাধিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। কিন্তু ইদানীং তিনি ব্র্যান্ড পার্টনারশিপ সংক্রান্ত কোনও পোস্ট বা আপডেট ইন্সটাগ্রামে খুব একটা দিচ্ছেন না।
বিশেষ করে, একাধিক সময়ে তিনি অনুষ্কা শর্মা এবং ভামিকার সঙ্গে ছবি পোস্ট করেন। যা তাঁর ইমোশনাল কানেকশনকেই জোরদার করে।
তখনই কথা বলেন, যখন দরকার। বেশিরভাগ সময়েই চুপ থাকেন নানা বিষয়ে।
বিরাট কোহলির পোস্টের ক্যাপশন এবং কনটেন্ট, দেশ ও বিদেশের ফলোয়ার্সদের ভীষণভাবেই আকৃষ্ট করে।
সুসজ্জিত হাইলাইটস রয়েছে তাঁর অ্যাকাউন্টে। আর এমনভাবে সেগুলি সাজানো রয়েছে, সেগুলিকে দেখতে আরও ভালো লাগছে। সেখানে প্রাধান্য পেয়েছে ক্রিকেট, পরিবার এবং ফিটনেস।
সঙ্গে high ininteraction rate.
একজন ক্রিকেটার, উদ্যোগপতি এবং আইকন হিসেবে বিরাট তাঁর অ্যাকাউন্টটিতে একটি সঠিক সামঞ্জস্য রেখে চলছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।