Bangla

এই বিশেষদিনে, যশপ্রীত বুমরা নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন

যশপ্রীত বুমরা স্ত্রী সঞ্জনার জন্মদিনে তাকে ভালোবাসা জানিয়ে ছবি শেয়ার করেছেন।

Bangla

তিনি একটি অসাধারণ বার্তাও দিয়েছেন

সঞ্জনা গণেশন ৩৪ বছরে পা দিলেন।

Image credits: Instagram own
Bangla

বুমরা ভালোবাসা জানালেন

বুমরা নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন।

Image credits: Instagram own
Bangla

কী লিখলেন তিনি?

বুমরা লিখেছেন, "শুভ জন্মদিন প্রিয়তমা। সবসময় খুশি থেকো এবং একসঙ্গে থাকার কামনা করি। আমি এবং অঙ্গদ তোমার সঙ্গেই আছি।"

Image credits: Instagram own
Bangla

কবে বিয়ে হয়েছিল তাদের?

১৫ মার্চ ২০২১ সালে বিয়ে করেছিলেন দুজন। সম্প্রতি তাদের বিয়ের ৪ বছর পূর্ণ হয়েছে। তাদের প্রথম পরিচয় হয়েছিল গত ২০১৩ সালে।

Image credits: Instagram own
Bangla

তাদের সন্তানের নাম অঙ্গদ

 ৪ সেপ্টেম্বর ২০২৩ সালে তাঁর স্ত্রী মা হয়েছিলেন। সম্প্রতি অঙ্গদকে স্টেডিয়ামেও বেশ কয়েকটি ম্যাচে দেখা গেছে।

Image credits: Instagram own
Bangla

সোশ্যাল মিডিয়া

যশপ্রীতের স্ত্রী সঞ্জনা গণেশন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি প্রায়ই তাঁর ছবি এবং ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন।

Image credits: Instagram own
Bangla

তিনি আসলে কী করেন?

সঞ্জনা গণেশন একজন ক্রীড়া উপস্থাপক, যিনি স্টার স্পোর্টসের সঙ্গে কাজ করেন। একাধিক বড় বড় ICC টুর্নামেন্ট হোস্ট করেছেন সঞ্জনা।

Image credits: Instagram own

Riyan Parag: রাজস্থান রয়্যালসের অধিনায়ক পরাগের শিক্ষাগত যোগ্যতা জানেন?

Avneet Kaur: বিরাট কোহলির 'ভুল' লাইকেই রাতারাতি বিপুল লাভ অবনীত কউরের

দল হারলেও লাভবন শচীন কন্যা সারা, পেলেন কোটি টাকার প্রাইজ

Riyan Parag: রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগের সম্পত্তির পরিমাণ জানেন?