ভারত-আফগানিস্তানের তৃতীয় টি-২০ ম্যাচের পর রিঙ্কু সিংয়ের প্রশংসা করে রোহিত শর্মা বলেছেন, 'রিঙ্কুর মতো একজনকেই দলে চাইছিলাম।'
রোহিত শর্মা বলেছেন, ‘রিঙ্কু সিং আইপিএল-এ কী করেছে আমরা জানি। ভারতীয় দলের হয়েও একই পারফরম্যান্স দেখাচ্ছে।’
বুধবারের ম্যাচে ২২ রানে ৪ উইকেট হারায় ভারতীয় দল। সেই পরিস্থিতিতে রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে ১৯০ রান যোগ করেন রিঙ্কু সিং। এই জুটিই ভারতীয় দলকে ম্যাচে ফেরায়।
রিঙ্কু সিংয়ের প্রশংসা করে রোহিত শর্মা বলেছেন, ‘ও খুব শান্ত। ওর শক্তি কী, সেটা খুব ভালোভাবে জানে। ওর কাছ থেকে যা আশা করা হচ্ছে সেটাই করছে। ও খুব ভালো পারফরম্যান্স দেখাচ্ছে।’
রিঙ্কু সিংয়ের প্রশংসা করে রাহুল দ্রাবিড় বলেছেন, ‘রিঙ্কু সিং মাত্র কয়েক মাস হল আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। কিন্তু এরই মধ্যে ও পরিণত হয়ে উঠেছে। ও সব পরিস্থিতিতেই শান্ত থাকে।’
রিঙ্কু সিংয়ের প্রশংসা করে রাহুল দ্রাবিড় বলেছেন, ‘আমরা এর আগে ফিনিশার হিসেবে দেখেছি। কিন্তু আজ ওর বড় পরীক্ষা ছিল। ২২ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর পার্টনারশিপ গড়ে তুলেছে।’
২০২৩ সালের আইপিএল-এর পর থেকেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন রিঙ্কু সিং। তিনি এই পারফরম্যান্স বজায় রাখতে পারলে টি-২০ ফর্ম্যাটে সেরা ব্যাটার হয়ে উঠবেন।
ভারতীয় দল এক দশকেরও বেশি সময় আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার দলকে টি-২০ বিশ্বকাপ জেতানোই রিঙ্কু সিংয়ের লক্ষ্য।