ভারতীয় দলে রিঙ্কু সিংয়ের মতো একজন ব্যাটারকে পেয়ে খুশি রোহিত শর্মা
ভারত-আফগানিস্তানের তৃতীয় টি-২০ ম্যাচের পর রিঙ্কু সিংয়ের প্রশংসা করে রোহিত শর্মা বলেছেন, 'রিঙ্কুর মতো একজনকেই দলে চাইছিলাম।'
Cricket Jan 18 2024
Author: Soumya Gangully Image Credits:X
Bangla
আইপিএল-এর পর আন্তর্জাতিক ক্রিকেটেও অসাধারণ পারফরম্যান্স রিঙ্কু সিংয়ের
রোহিত শর্মা বলেছেন, ‘রিঙ্কু সিং আইপিএল-এ কী করেছে আমরা জানি। ভারতীয় দলের হয়েও একই পারফরম্যান্স দেখাচ্ছে।’
Image credits: X
Bangla
সীমিত ওভারের ফর্ম্যাটে ভারতীয় দলের নতুন ফিনিশার হয়ে উঠেছেন রিঙ্কু সিং
বুধবারের ম্যাচে ২২ রানে ৪ উইকেট হারায় ভারতীয় দল। সেই পরিস্থিতিতে রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে ১৯০ রান যোগ করেন রিঙ্কু সিং। এই জুটিই ভারতীয় দলকে ম্যাচে ফেরায়।
রিঙ্কু সিংয়ের প্রশংসা করে রোহিত শর্মা বলেছেন, ‘ও খুব শান্ত। ওর শক্তি কী, সেটা খুব ভালোভাবে জানে। ওর কাছ থেকে যা আশা করা হচ্ছে সেটাই করছে। ও খুব ভালো পারফরম্যান্স দেখাচ্ছে।’
Image credits: X
Bangla
অধিনায়কের মতোই রিঙ্কু সিংয়ের প্রশংসা করেছেন ভারতীয় দলের প্রধান কোচ
রিঙ্কু সিংয়ের প্রশংসা করে রাহুল দ্রাবিড় বলেছেন, ‘রিঙ্কু সিং মাত্র কয়েক মাস হল আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। কিন্তু এরই মধ্যে ও পরিণত হয়ে উঠেছে। ও সব পরিস্থিতিতেই শান্ত থাকে।’
Image credits: X
Bangla
রোহিত শর্মার সঙ্গে রিঙ্কু সিংয়ের পার্টনারশিপের প্রশংসায় রাহুল দ্রাবিড়
রিঙ্কু সিংয়ের প্রশংসা করে রাহুল দ্রাবিড় বলেছেন, ‘আমরা এর আগে ফিনিশার হিসেবে দেখেছি। কিন্তু আজ ওর বড় পরীক্ষা ছিল। ২২ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর পার্টনারশিপ গড়ে তুলেছে।’
Image credits: X
Bangla
টি-২০ ফর্ম্যাটে বিশ্বের সেরা ব্যাটার হয়ে ওঠার ক্ষমতা রয়েছে রিঙ্কুর
২০২৩ সালের আইপিএল-এর পর থেকেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন রিঙ্কু সিং। তিনি এই পারফরম্যান্স বজায় রাখতে পারলে টি-২০ ফর্ম্যাটে সেরা ব্যাটার হয়ে উঠবেন।