ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএল-এও সফলতম অধিনায়ক ধোনি। চেন্নাই সুপার কিংসকে অসাধারণ সাফল্য এনে দিয়েছেন ধোনি।
মহেন্দ্র সিং ধোনিকে ছোটবেলা থেকেই ক্রিকেট খেলায় উৎসাহ দেন বাবা পান সিং। তিনি শৃঙ্খলা শেখান এবং স্বপ্নপূরণ করার পথে এগিয়ে যেতে সাহায্য করেন।
জন্ম থেকেই মহেন্দ্র সিং ধোনিকে সবরকমভাবে সাহায্য করেছেন মা দেবকী দেবী। তিনি সবসময় ছেলেকে মানসিকভাবে সাহায্য করেছেন, ভালোবাসা ও আবেগ দিয়ে বড় করে তুলেছেন।
মহেন্দ্র সিং ধোনির কেরিয়ারে অন্যতম বড় অবদান ছোটবেলার কোচ কেশব রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের। তিনিই ধোনিকে ক্রিকেটের প্রাথমিক পাঠ দেন এবং বড় ক্রিকেটার হয়ে উঠতে সাহায্য করেন।
মহেন্দ্র সিং ধোনিকে বড় ক্রিকেটার হয়ে ওঠার ক্ষেত্রে বিশেষ সাহায্য করেন প্রবীণ কোচ ও মেন্টর দেবল সহায়। তিনি ধোনির মধ্যে প্রতিভা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখতে পান।
আন্তর্জাতিক কেরিয়ারে মহেন্দ্র সিং ধোনি যেমন সাফল্য পেয়েছেন, তেমনই অনেকবার ব্যর্থতাও এসেছে। সবসময়ই তাঁর পাশে ছিলেন স্ত্রী সাক্ষী।
মহেন্দ্র সিং ধোনির ম্যানেজার তাঁর ছোটবেলার বন্ধু অরুণ পাণ্ডে। তিনি ধোনিকে সবরকমভাবে সাহায্য করেন।
মহেন্দ্র সিং ধোনি যখন জাতীয় দলের অধিনায়ক ছিলেন, তখন প্রধান কোচ হিসেবে পাশে পান গ্যারি কার্স্টেনকে। ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জয়ে কার্স্টেনেরও বড় ভূমিকা ছিল।
সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের অধিনায়ক থাকার সময় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মহেন্দ্র সিং ধোনির। তাঁকে অনেক সাহায্য করেন সৌরভ।
ভারতীয় দলের হয়ে খেলা শুরু করার পর ২ সিনিয়র ক্রিকেটার রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকরের কাছ থেকেও অনেক সাহায্য পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি।