Bangla

ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক হওয়ার পথে কয়েকজনের সাহায্য পান ধোনি

ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএল-এও সফলতম অধিনায়ক ধোনি। চেন্নাই সুপার কিংসকে অসাধারণ সাফল্য এনে দিয়েছেন ধোনি।

Bangla

মহেন্দ্র সিং ধোনির জীবনে অন্যতম অবদান বাবা পান সিংয়ের, তিনি অনুপ্রেরণা

মহেন্দ্র সিং ধোনিকে ছোটবেলা থেকেই ক্রিকেট খেলায় উৎসাহ দেন বাবা পান সিং। তিনি শৃঙ্খলা শেখান এবং স্বপ্নপূরণ করার পথে এগিয়ে যেতে সাহায্য করেন।

Image credits: Getty
Bangla

মহেন্দ্র সিং ধোনির জীবনে তাঁর মা দেবকী দেবীরও বড় অবদান রয়েছে

জন্ম থেকেই মহেন্দ্র সিং ধোনিকে সবরকমভাবে সাহায্য করেছেন মা দেবকী দেবী। তিনি সবসময় ছেলেকে মানসিকভাবে সাহায্য করেছেন, ভালোবাসা ও আবেগ দিয়ে বড় করে তুলেছেন।

Image credits: Getty
Bangla

ধোনির কেরিয়ারে অবদান রয়েছে ছোটবেলার কোচ কেশব রঞ্জন বন্দ্যোপাধ্যায়েরও

মহেন্দ্র সিং ধোনির কেরিয়ারে অন্যতম বড় অবদান ছোটবেলার কোচ কেশব রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের। তিনিই ধোনিকে ক্রিকেটের প্রাথমিক পাঠ দেন এবং বড় ক্রিকেটার হয়ে উঠতে সাহায্য করেন।

Image credits: Getty
Bangla

মহেন্দ্র সিং কেরিয়ারে অন্যতম অবদান মেন্টর দেবল সহায়ের, তিনি পাশে ছিলেন

মহেন্দ্র সিং ধোনিকে বড় ক্রিকেটার হয়ে ওঠার ক্ষেত্রে বিশেষ সাহায্য করেন প্রবীণ কোচ ও মেন্টর দেবল সহায়। তিনি ধোনির মধ্যে প্রতিভা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখতে পান।

Image credits: Getty
Bangla

কেরিয়ারের ওঠা-নামায় মহেন্দ্র সিং ধোনির পাশে সবসময় আছেন স্ত্রী সাক্ষী

আন্তর্জাতিক কেরিয়ারে মহেন্দ্র সিং ধোনি যেমন সাফল্য পেয়েছেন, তেমনই অনেকবার ব্যর্থতাও এসেছে। সবসময়ই তাঁর পাশে ছিলেন স্ত্রী সাক্ষী।

Image credits: Getty
Bangla

মহেন্দ্র সিং ধোনির কেরিয়ারে অন্যতম অবদান ছোটবেলার বন্ধু অরুণ পাণ্ডের

মহেন্দ্র সিং ধোনির ম্যানেজার তাঁর ছোটবেলার বন্ধু অরুণ পাণ্ডে। তিনি ধোনিকে সবরকমভাবে সাহায্য করেন।

Image credits: Getty
Bangla

জাতীয় দলের অধিনায়ক থাকার সময় কোচ গ্যারি কার্স্টেনকে পাশে পান ধোনি

মহেন্দ্র সিং ধোনি যখন জাতীয় দলের অধিনায়ক ছিলেন, তখন প্রধান কোচ হিসেবে পাশে পান গ্যারি কার্স্টেনকে। ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জয়ে কার্স্টেনেরও বড় ভূমিকা ছিল।

Image credits: Getty
Bangla

সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের অধিনায়ক থাকার সময় অভিষেক হয় ধোনির

সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের অধিনায়ক থাকার সময় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মহেন্দ্র সিং ধোনির। তাঁকে অনেক সাহায্য করেন সৌরভ।

Image credits: Getty
Bangla

রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকরের কাছ থেকেও অনেক সাহায্য পেয়েছেন ধোনি

ভারতীয় দলের হয়ে খেলা শুরু করার পর ২ সিনিয়র ক্রিকেটার রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকরের কাছ থেকেও অনেক সাহায্য পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

Image credits: Getty

শুক্রবার জন্মদিন, ফিরে দেখা মহেন্দ্র সিং ধোনির কয়েকটি বিখ্যাত উক্তি

বিশ্বকাপে বিরাট কোহলির এই ৫ রেকর্ড ভাঙা যে কোনও ব্যাটারের পক্ষেই কঠিন

অভিনব কায়দায় গার্ড অফ অনার মাসাইদের, আবেগে আপ্লুত সচিন তেন্ডুলকর

ওডিআই বিশ্বকাপের পরেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ