Bangla

মাথার উপর বর্শা-বল্লম তুলে সচিন তেন্ডুলকরকে গার্ড অফ অনার মাসাইদের

কেনিয়ার বিশ্ববিখ্যাত পর্যটন কেন্দ্র মাসাইমারার অধিবাসী মাসাইরা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে গার্ড অফ অনার দিলেন।

Bangla

মাসাইমারা ন্যাশনাল পার্কে ছুটি কাটানো রীতিমতো উপভোগ করেছেন সচিন

স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর ও মেয়ে সারা তেন্ডুলকরের সঙ্গে মাসাইমারায় বেড়ানো দুর্দান্ত উপভোগ করেছেন সচিন।

Image credits: Instagram
Bangla

মাসাইরা অত্যন্ত সাহসী, আফ্রিকার জঙ্গলে শিকারই তাঁদের প্রধান জীবিকা

মাসাইদের সঙ্গ উপভোগ করেছেন সচিন তেন্ডুলকর। সহজ-সরল-সাহসী মাসাইদের সঙ্গে মিশে যান সচিন।

Image credits: Instagram
Bangla

সচিন তেন্ডুলকরের স্ত্রী, মেয়েও মাসাইমারায় বেড়ানো বেশ উপভোগ করেছেন

সচিন তেন্ডুলকরের স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর ও মেয়ে সারা তেন্ডুলকরও মাসাইমারা ন্যাশনাল পার্কে ছুটি উপভোগ করেছেন।

Image credits: Instagram
Bangla

বেড়ানোর ফাঁকেই বন্ধু ব্রায়ান লারার সঙ্গে দেখা হয় সচিন তেন্ডুলকরের

প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ব্যাটার ব্রায়ান লারার সঙ্গে দেখা হয় সচিন তেন্ডুলকরের। তাঁরা একসঙ্গে গলফ খেলতে যান।

Image credits: Instagram
Bangla

সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা অনেকদিন ধরেই সুযোগ পেলে গলফ খেলতে যান

অনেক প্রাক্তন ক্রিকেটারই গলফ খেলতে ভালোবাসেন। তাঁদেরই দলে সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা।

Image credits: Instagram
Bangla

ক্রিকেটের মতোই গলফ খেলার ব্যাপারটিকেও রীতিমতো গুরুত্ব দিয়ে থাকেন সচিন

ক্রিকেট খেলার সময় বরাবরই নিষ্ঠাবান ছিলেন সচিন তেন্ডুলকর। গলফ খেলাকেও বেশ গুরুত্ব দেন তিনি।

Image credits: Instagram
Bangla

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মাসাইমারায় সচিন তেন্ডুলকরের ছুটি কাটানোর ছবি

মাসাইমারা ন্যাশনাল পার্ক সারা বিশ্বের পর্যটকদের কাছে বিখ্যাত। প্রতি বছর ভারত থেকেও অনেকেই মাসাইমারায় বেড়াতে যান। 

Image credits: Instagram
Bangla

আইপিএল শেষ হওয়ার পর থেকে এখন আর কোনও ব্যস্ততা নেই সচিন তেন্ডুলকরের

আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের মেন্টর ছিলেন সচিন তেন্ডুলকর। আইপিএল শেষ হওয়ার পর এখন আর তিনি কোনও দলের সঙ্গে যুক্ত নন।

Image credits: Instagram
Bangla

গুরু পূর্ণিমায় প্রয়াত কোচ আচরেকরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সচিন

সোমবার ছিল গুরু পূর্ণিমা। এই বিশেষ দিনে প্রয়াত কোচ রমাকান্ত আচরেকরকে শ্রদ্ধা জানিয়েছেন সচিন।

Image credits: Instagram

ওডিআই বিশ্বকাপের পরেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ

ওয়েস্ট ইন্ডিজ সফরে কপিল দেবের রেকর্ড ভেঙে দিতে পারেন রবীন্দ্র জাদেজা

কাফ মাসলে চোট নিয়েই লর্ডস টেস্টে দলের স্বার্থে ব্যাটিং নাথান লিয়নের

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ম্যাচে ১১ ওভার বোলিং নিউজিল্যান্ডের ইডেনের