ওডিআই হোক বা টি-২০, বিশ্বকাপে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির এমন কয়েকটি রেকর্ড আছে যা ভেঙে দেওয়া যে কোনও ব্যাটারের পক্ষেই কঠিন।
ভারতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলি এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেট শাসন করছেন। বিশ্বকাপেও তাঁর রেকর্ড অসাধারণ।
অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি বিরাট কোহলি। তাঁর উপর ভরসা করছে ভারতীয় দল।
এখনও পর্যন্ত ওডিআই বিশ্বকাপে ১,০৩০ রান করেছেন বিরাট কোহলি। ওডিআই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় ১৭ নম্বরে বিরাট।
এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ১,০৬৫ রান করেছেন বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপে তাঁর রানই সবচেয়ে বেশি।
২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে ৩১৪ রান করেন বিরাট কোহলি। এটাই এখনও পর্যন্ত কোনও একটি টি-২০ বিশ্বকাপে একজন ব্যাটারের করা সবচেয়ে বেশি রান।
এখনও পর্যন্ত বিশ্বকাপে বিরাট কোহলির ব্যাটিংয়ের গড় ৮৮.৭৩। এটাই বিশ্বকাপে কোনও ব্যাটারের সবচেয়ে ভালো ব্যাটিংয়ের গড়।
টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৩০৮ রান করেছেন বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে কোনও একটি দলের বিরুদ্ধে এটাই সবচেয়ে বেশি রান।
বিশ্বকাপের ইতিহাসে ৭ বার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। তিনিই বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ম্যাচের সেরা হয়েছেন।
এবারই হয়তো শেষবার ওডিআই বিশ্বকাপ খেলবেন বিরাট কোহলি। দেশের মাটিতে বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখানোর লক্ষ্যে বিরাট।