আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে অসাধারণ সাফল্য পাওয়ার সুবাদে রিঙ্কু সিংয়ের আর্থিক অবস্থা বদলে গিয়েছে।
ভারতীয় দলের হয়ে আয়ারল্যান্ড সফরে টি-২০ সিরিজে খেলার সুযোগ পান রিঙ্কু সিং। ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই ব্যাটার।
এবারের এশিয়ান গেমসেই প্রথমবার দল পাঠায় বিসিসিআই। সোনা জিতেছে ভারতের পুরুষ ও মহিলা দল।
এখনও পর্যন্ত ওডিআই ম্যাচ খেলার সুযোগ পাননি রিঙ্কু সিং। জাতীয় দলের হয়ে নিয়মিত খেলাই তাঁর লক্ষ্য।
ওডিআই বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও, ঘরোয়া ক্রিকেটে খেলে নিজেকে তৈরি রাখতে চান রিঙ্কু সিং।
এবারের আইপিএল-এ খেলতে যাওয়ার আগে উত্তরপ্রদেশের আলিগড় জেলার কমলপুর গ্রামে কুলদেবীর কাছে মানত করেছিলেন রিঙ্কু সিং। সাফল্য পেয়ে এবার মন্দির তৈরি করে দিচ্ছেন এই ব্যাটার।
আফগানিস্তানের ক্রিকেটপ্রেমী ওয়াজমা আয়ুবি সোশ্যাল মিডিয়া পোস্টে রিঙ্কু সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
ক্রিকেট কেরিয়ারে প্রতিষ্ঠিত হয়েছেন। ভবিষ্যতে আরও সাফল্য পাওয়াই রিঙ্কু সিংয়ের লক্ষ্য।