মহিলা ক্রিকেটে স্মৃতির জয়জয়কার। তার অসাধারণ পারফরম্যান্স সকলের কাছে প্রশংসিত।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি ক্রিকেট মাঠে ঝড় তোলেন।
আয়ের ক্ষেত্রেও স্মৃতি অনন্য। তিনি বিসিসিআই থেকে ভালো টাকা পান।
বিসিসিআই স্মৃতিকে প্রতি টি-টোয়েন্টি ম্যাচে ৪ লাখ টাকা প্রদান করে। তিনি এখন পর্যন্ত ১৪৮টি টি-টোয়েন্টি খেলেছেন।
১৪৮টি টি-টোয়েন্টি খেলার পর স্মৃতির মোট আয় ৩৭০ লাখ টাকা।
স্মৃতি WPL এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন। তাঁর বেতন ৩ কোটি ৪০ লাখ টাকা।
স্মৃতি প্রতি ওয়ানডে ম্যাচে ২ লাখ এবং প্রতি টেস্ট ম্যাচে ৪ লাখ টাকা পান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদে মোটা টাকা গিয়েছে, চাহালের মোট আয় কত?
Abhishek Sharma: আইপিএল-এ রান তাড়া করার সময় বিশাল ইনিংস এই তারকাদের
IPL 2025: প্রিয়াংশ আর্য থেকে দিগ্বেশ রাঠি, আইপিএল মাতাচ্ছেন এই তরুণরা
Virat Kohli's Instagram: কোন দশটি ব্র্যান্ডিং কৌশল ফলো করেন বিরাট?