Bangla

স্মৃতি মন্ধানার পারিশ্রমিক

স্মৃতি মন্ধানা একজন ভারতীয় ক্রিকেটার।
Bangla

স্মৃতির জয়জয়কার

মহিলা ক্রিকেটে স্মৃতির জয়জয়কার। তার অসাধারণ পারফরম্যান্স সকলের কাছে প্রশংসিত।

Image credits: Insta/smriti_mandhana
Bangla

ক্রিকেটে তাঁর দাপট

ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি ক্রিকেট মাঠে ঝড় তোলেন।

Image credits: Insta/smriti_mandhana
Bangla

স্মৃতির আয়

আয়ের ক্ষেত্রেও স্মৃতি অনন্য। তিনি বিসিসিআই থেকে ভালো টাকা পান।

Image credits: Insta/smriti_mandhana
Bangla

কত টাকা পান?

বিসিসিআই স্মৃতিকে প্রতি টি-টোয়েন্টি ম্যাচে ৪ লাখ টাকা প্রদান করে। তিনি এখন পর্যন্ত ১৪৮টি টি-টোয়েন্টি খেলেছেন।

Image credits: Insta/smriti_mandhana
Bangla

স্মৃতির মোট আয়

১৪৮টি টি-টোয়েন্টি খেলার পর স্মৃতির মোট আয় ৩৭০ লাখ টাকা।

Image credits: Insta/smriti_mandhana
Bangla

WPL এর দামি খেলোয়াড়

স্মৃতি WPL এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন। তাঁর বেতন ৩ কোটি ৪০ লাখ টাকা।

Image credits: Insta/smriti_mandhana
Bangla

ওয়ানডে ও টেস্ট আয়

স্মৃতি প্রতি ওয়ানডে ম্যাচে ২ লাখ এবং প্রতি টেস্ট ম্যাচে ৪ লাখ টাকা পান। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Image credits: Insta/smriti_mandhana

Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদে মোটা টাকা গিয়েছে, চাহালের মোট আয় কত?

Abhishek Sharma: আইপিএল-এ রান তাড়া করার সময় বিশাল ইনিংস এই তারকাদের

IPL 2025: প্রিয়াংশ আর্য থেকে দিগ্বেশ রাঠি, আইপিএল মাতাচ্ছেন এই তরুণরা

Virat Kohli's Instagram: কোন দশটি ব্র্যান্ডিং কৌশল ফলো করেন বিরাট?