সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের সঙ্গে শুবমান গিলের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। শুক্রবার ভ্যালেন্টাইনস ডে-তে সেই জল্পনা বেড়েছে।
সারা তেন্ডুলকার এবং শুভমন গিলের মধ্যে ডেটিংয়ের গুঞ্জন বহুবার শোনা গিয়েছে। কিন্তু কোনও সত্যতা পাওয়া যায়নি। তবে দু'জনেই বেশ আলোচনায় থাকেন।
সারা তেন্ডুলকর ও শুবমান গিল একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেন না। শুরুতে দু'জনকে ফলো করতে দেখা গেলেও, পরে আনফলো করে দেন।
সারা তেন্ডুলকর ও শুবমান গিলের মধ্যে এখনও কি কোনও যোগাযোগ আছে? এই প্রশ্ন যদি আপনার মনে ঘুরপাক খাচ্ছে, তাহলে আজ আমরা আপনাকে পরিষ্কার করে দিচ্ছি।
সারা তেন্ডুলকার ইনস্টাগ্রামে শুবমান গিলের বোন শাহনিল গিলকে ফলো করেন। তবে এর অর্থ এই নয় যে সারা ও শুবমানের সম্পর্ক আছে।
শাহনিল গিল এবং সারা তেন্ডুলকরের বন্ধুত্ব আবার শুরু হয়েছে। শুবমানের বোনও সারাকে ইনস্টাগ্রামে ফলো করছেন।
শুবমান গিল ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে শতরান করেছিলেন। এর কিছুক্ষণ পরেই সারা তেন্ডুলকর তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবি শেয়ার করেছিলেন।
শুবমান গিলের শতরানের পর সারা তেন্ডুলকরের পোস্টে অনুরাগীরা নানা প্রশ্ন করেছিলেন। সারার এই পোস্ট লোকের মনে সন্দেহ তৈরি করেছে।