শুবমান গিলের সঙ্গে কি সত্যিই ডেট করছেন সচিনের মেয়ে সারা তেন্ডুলকর?
Bangla

শুবমান গিলের সঙ্গে কি সত্যিই ডেট করছেন সচিনের মেয়ে সারা তেন্ডুলকর?

সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের সঙ্গে শুবমান গিলের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। শুক্রবার ভ্যালেন্টাইনস ডে-তে সেই জল্পনা বেড়েছে।

গত কয়েক বছরে বেশ কয়েকবার সারা-শুবমানের ডেটিংয়ের জল্পনা শোনা গিয়েছে
Bangla

গত কয়েক বছরে বেশ কয়েকবার সারা-শুবমানের ডেটিংয়ের জল্পনা শোনা গিয়েছে

সারা তেন্ডুলকার এবং শুভমন গিলের মধ্যে ডেটিংয়ের গুঞ্জন বহুবার শোনা গিয়েছে। কিন্তু কোনও সত্যতা পাওয়া যায়নি। তবে দু'জনেই বেশ আলোচনায় থাকেন।

Image credits: insta/shubmangill
ইনস্টাগ্রামে কিন্তু একে অপরকে ফলো করেন না সারা তেন্ডুলকর ও শুবমান গিল
Bangla

ইনস্টাগ্রামে কিন্তু একে অপরকে ফলো করেন না সারা তেন্ডুলকর ও শুবমান গিল

সারা তেন্ডুলকর ও শুবমান গিল একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেন না। শুরুতে দু'জনকে ফলো করতে দেখা গেলেও, পরে আনফলো করে দেন।

Image credits: insta/shubmangill
সারা তেন্ডুলকর ও শুবমান গিলের মধ্যে এখনও কি কোনও সম্পর্ক বজায় আছে?
Bangla

সারা তেন্ডুলকর ও শুবমান গিলের মধ্যে এখনও কি কোনও সম্পর্ক বজায় আছে?

সারা তেন্ডুলকর ও শুবমান গিলের মধ্যে এখনও কি কোনও যোগাযোগ আছে? এই প্রশ্ন যদি আপনার মনে ঘুরপাক খাচ্ছে, তাহলে আজ আমরা আপনাকে পরিষ্কার করে দিচ্ছি।

Image credits: insta/shubmangill
Bangla

ইনস্টাগ্রামে শুবমান গিলের বোন শাহনিল গিলকে ফলো করেন সারা তেন্ডুলকার

সারা তেন্ডুলকার ইনস্টাগ্রামে শুবমান গিলের বোন শাহনিল গিলকে ফলো করেন। তবে এর অর্থ এই নয় যে সারা ও শুবমানের সম্পর্ক আছে।

Image credits: insta/shubmangill
Bangla

শুবমান গিলের বোন শাহনিল গিলের সঙ্গে সারা তেন্ডুলকরের বন্ধুত্ব রয়েছে

শাহনিল গিল এবং সারা তেন্ডুলকরের বন্ধুত্ব আবার শুরু হয়েছে। শুবমানের বোনও সারাকে ইনস্টাগ্রামে ফলো করছেন।

Image credits: insta/shubmangill
Bangla

ইংল্যান্ডের বিরুদ্ধে শুবমান গিল শতরান করার পরেই পোস্ট শেয়ার সারার

শুবমান গিল ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে শতরান করেছিলেন। এর কিছুক্ষণ পরেই সারা তেন্ডুলকর তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবি শেয়ার করেছিলেন।

Image credits: insta/shubmangill
Bangla

সারা তেন্ডুলকরের ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন জল্পনা

শুবমান গিলের শতরানের পর সারা তেন্ডুলকরের পোস্টে অনুরাগীরা নানা প্রশ্ন করেছিলেন। সারার এই পোস্ট লোকের মনে সন্দেহ তৈরি করেছে।

Image credits: insta/shubmangill

অস্ট্রেলিয়া সফরে গিয়ে রেস্তোরাঁয় গোমাংস খেয়েছিলেন রোহিত শর্মা? সত্যি?

যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, খোশমেজাজেই ধনশ্রী ভার্মা

আইসিসি বর্ষসেরা টি-২০ দলে আছেন, গ্ল্যামারেও চোখ ধাঁধাচ্ছেন স্মৃতি

ঠিক ৪৭টি একদিনের ম্যাচের পর গিল বনাম বাবরের লড়াই! কে শ্রেষ্ঠ?