আইপিএল ২০২৫: কোহলির রোজগার, ২০০৮ থেকে এ পর্যন্ত!
Bangla

আইপিএল ২০২৫: কোহলির রোজগার, ২০০৮ থেকে এ পর্যন্ত!

২২ মার্চ থেকে আইপিএল ২০২৫-এর নতুন মৌসুম শুরু হয়েছে। প্রথম ম্যাচেই বিরাট কোহলি কেকেআর-এর বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেন। তবে, আপনি কি জানেন আইপিএলের ১৮তম সিজনে বিরাট কোহলির বেতন কত?

কোহলি প্রথম ম্যাচেই হাঁকালেন অর্ধশতক!
Bangla

কোহলি প্রথম ম্যাচেই হাঁকালেন অর্ধশতক!

আইপিএলের ১৮তম সিজন শুরু হয়ে গেছে। প্রথম ম্যাচেই কেকেআর-এর বিরুদ্ধে অর্ধশতক করে নিজের উদ্দেশ্য বুঝিয়ে দিয়েছেন কোহলি।

Image credits: mufaddal_vohra@instagram
আইপিএল ২০২৫-এ বিরাট কোহলির বেতন কত?
Bangla

আইপিএল ২০২৫-এ বিরাট কোহলির বেতন কত?

বিরাট কোহলি আইপিএল ২০২৫ সিজনে ২১ কোটি টাকা পাবেন। গত বছর, অর্থাৎ আইপিএল ২০২৪-এর তুলনায় তাঁর বেতন ৪০% বেড়েছে।

Image credits: dabisessen@instagram
২০০৮-১০ পর্যন্ত কোহলি পেতেন মাত্র ১২ লাখ!
Bangla

২০০৮-১০ পর্যন্ত কোহলি পেতেন মাত্র ১২ লাখ!

রিপোর্ট অনুযায়ী, ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত কোহলি আইপিএল-এ খেলার জন্য মাত্র ১২ লাখ টাকা পেতেন। এরপর হঠাৎ করেই কোহলির জনপ্রিয়তা বেড়ে যায়।

Image credits: akshatOM10@instagram
Bangla

আইপিএল ২০১১-১৩ সিজনে কোহলি পেয়েছিলেন ৮.২৮ কোটি

আইপিএলের ২০১১-১৩ সিজনে বিরাট কোহলির বেতন বেড়ে ৮.২৮ কোটি টাকা হয়ে যায়।

Image credits: ANI
Bangla

২০১৪ থেকে ২০১৭-র মধ্যে বিরাট প্রতি সিজনে পান ১২.৫ কোটি

এরপর আইপিএল ২০১৪ থেকে ২০১৭ সিজনে বিরাট কোহলির বেতন বেড়ে ১২.৫ কোটি টাকা পর্যন্ত হয়ে যায়।

Image credits: Pinterest
Bangla

২০১৮-২১-এর মধ্যে কোহলি প্রতি সিজনে পান ১৭ কোটি

২০১৮-২১-এর মধ্যে বিরাট কোহলির বেতন বেড়ে ১৭ কোটি হয়ে যায়। ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত তাঁর বেতন একটু কমে ১৫ কোটি টাকা হয়।

Image credits: Pinterest
Bangla

২০২৫-এ ৪০% বেড়ে গেছে বিরাট কোহলির বেতন!

তবে, আইপিএল ২০২৫ সিজনে বিরাট কোহলির বেতন ৪০% বেড়েছে এবং বেড়ে ২১ কোটি টাকা হয়েছে।

Image credits: Pinterest
Bangla

২০০৮ থেকে এ পর্যন্ত কোহলি আইপিএল থেকে কামিয়েছেন ১৭৯.৭০ কোটি

জানানো যায় যে, ২০০৮ থেকে এ পর্যন্ত বিরাট কোহলি আইপিএলের সব সিজন মিলিয়ে মোট ১৭৯.৭০ কোটি টাকা কামিয়েছেন।

Image credits: Pinterest

Virat Kohli: ১৮ বছর ধরে আইপিএল-এ খেলছেন, প্রতিবার কত বেতন বিরাটের?

IPL 2025: আইপিএল-এ অন্যতম সফল ব্যাটার, হ্যাটট্রিকও রয়েছে রোহিত শর্মার!

IPL 2025: এবারের আইপিএল-এ ১০টি ফ্র্যাঞ্চাইজির অধিনায়কদের বেতন কত?

IPL 2025: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি বাউন্ডারি কারা মেরেছেন জানেন?