২২ মার্চ থেকে আইপিএল ২০২৫-এর নতুন মৌসুম শুরু হয়েছে। প্রথম ম্যাচেই বিরাট কোহলি কেকেআর-এর বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেন। তবে, আপনি কি জানেন আইপিএলের ১৮তম সিজনে বিরাট কোহলির বেতন কত?
Cricket Mar 24 2025
Author: Parna Sengupta Image Credits:Getty
Bangla
কোহলি প্রথম ম্যাচেই হাঁকালেন অর্ধশতক!
আইপিএলের ১৮তম সিজন শুরু হয়ে গেছে। প্রথম ম্যাচেই কেকেআর-এর বিরুদ্ধে অর্ধশতক করে নিজের উদ্দেশ্য বুঝিয়ে দিয়েছেন কোহলি।
Image credits: mufaddal_vohra@instagram
Bangla
আইপিএল ২০২৫-এ বিরাট কোহলির বেতন কত?
বিরাট কোহলি আইপিএল ২০২৫ সিজনে ২১ কোটি টাকা পাবেন। গত বছর, অর্থাৎ আইপিএল ২০২৪-এর তুলনায় তাঁর বেতন ৪০% বেড়েছে।
Image credits: dabisessen@instagram
Bangla
২০০৮-১০ পর্যন্ত কোহলি পেতেন মাত্র ১২ লাখ!
রিপোর্ট অনুযায়ী, ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত কোহলি আইপিএল-এ খেলার জন্য মাত্র ১২ লাখ টাকা পেতেন। এরপর হঠাৎ করেই কোহলির জনপ্রিয়তা বেড়ে যায়।