ভারতীয় দলের অন্যান্য ব্যাটারদের আগে থেকে ইংল্যান্ডে পৌঁছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি শুরু করে দেন অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা। তিনি দলের অন্যতম ভরসা।
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবারের আইপিএল-এ খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভালো পারফরম্যান্স দেখাতে মরিয়া ভারতের অধিনায়ক।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেতে বিরাট কোহলির দিকে তাকিয়ে ভারতীয় দল। বিরাট ভালো পারফরম্যান্স দেখাতে পারলে বড় স্কোর করতে পারবে ভারত।
লন্ডনের দ্য ওভালে এখনও পর্যন্ত শতরান পাননি বিরাট কোহলি। এই মাঠে তাঁর রেকর্ড খুব একটা ভালো নয়। তবে এবার বড় রান পেতে মরিয়া এই তারকা ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন তরুণ ব্যাটার শুবমান গিল। এবারের আইপিএল-এ সবচেয়ে বেশি রান করেছেন এই তরুণ ব্যাটার। তিনি জাতীয় দলের অন্যতম ভরসা।
ভারতীয় দলের অভিজ্ঞ পেসার মহম্মদ সামি এবারের আইপিএল-এ গুজরাট টাইটানসের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি এই পেসার।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পেস বোলিংয়ের দুই ভরসা মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ। সামির পাশাপাশি ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি হচ্ছেন সিরাজ।
আইপিএল-এর আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে জয় পেয়েছে ভারতীয় দল। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও জয় পেতে মরিয়া ভারত।