স্ত্রী আন্তোনেলা রকুজ্জো ও সন্তানদের সঙ্গে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি।
ফুটবলের বাইরে পরিবারের সঙ্গেই সময় কাটাতে দেখা যায় লিওনেল মেসিকে। নববর্ষের ছুটি কাটানোর সময়েও মেসির পাশে পরিবার।
সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অনুরাগী, সতীর্থ-সহ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন লিওনেল মেসি।
আর্জেন্টিনার ফুটবল সংস্থা সিদ্ধান্ত নিয়েছে, লিওনেল মেসি অবসর নিলে অন্য কাউকে আর ১০ নম্বর জার্সি পরে খেলার সুযোগ দেওয়া হবে না।
আর্জেন্টিনার ফুটবল সংস্থার প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া জানিয়েছেন, লিওনেল মেসির প্রতি সম্মান দেখানোর জন্যই তাঁরা ১০ নম্বর জার্সি তুলে রাখবেন।
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো মারাদোনার প্রতিও সম্মান জানিয়ে ১০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিল আর্জেন্টিনার ফুটবল সংস্থা। কিন্তু সেই অনুমতি দেয়নি ফিফা।
২০০২ সালে দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপে সব দলের ফুটবলারদের জার্সি নম্বর ১ থেকে ২৩-এর মধ্যে ছিল। সেই কারণে ১০ নম্বর জার্সি তুলে রাখার অনুমতি দেয়নি ফিফা।
২০২১ সালের কোপা আমেরিকাই আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির প্রথম খেতাব ছিল। ফের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে মরিয়া মেসি।