মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের চেয়ে সৌদি প্রো লিগকে এগিয়ে রাখছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরেই মেজর লিগ সকার নিয়ে মুখ খুলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছেন, 'আমি ১০০ শতাংশ নিশ্চিত, ইউরোপের কোনও ক্লাবে ফিরব না। আমার এখন ৩৮ বছর বয়স। ইউরোপের ফুটবলের মানও আগের মতো নেই।'
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দাবি, ইউরোপের ক্লাব ফুটবলে সবচেয়ে এগিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ। ফুটবলের মান ধরে রাখতে পেরেছে এই লিগ।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর সৌদি প্রো লিগে যোগ দিয়েছেন করিম বেঞ্জেমা, এন'গোলো কঁতের মতো ফুটবলাররা। রোনাল্ডোর দাবি, তিনিই পথ দেখিয়েছেন।
গত মরসুমে আল-নাসরের হয়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিতর্কেও জড়িয়েছেন তিনি।
আল-নাসরের হয়ে খেলার সময় একাধিক ম্যাচে বিপক্ষ দলের সমর্থকদের কাছ থেকে 'মেসি-মেসি' কটাক্ষ শুনতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তিনি মেজাজও হারিয়েছেন।
সৌদি প্রো লিগের একাধিক ক্লাবের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন লিওনেল মেসি। তবে তিনি সেই প্রস্তাবে সাড়া দেননি।
ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি ও বার্সেলোনায় তাঁর প্রাক্তন সতীর্থ সের্জিও বুস্কেটস।
শুক্রবার মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচ খেলতে নামতে পারেন লিওনেল মেসি।