Bangla

সাক্ষাৎকারে যন্ত্রণাময় ছেলেবেলার কথা জানালেন ইংরেজ ফুটবলার ডেলে আলি

ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার গ্যারি নেভিলের ওভারল্যাপ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক ডেলে আলি।

Bangla

৬ বছর বয়সে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন, নেভিলকে জানিয়েছেন ডেলে আলি

সাক্ষাৎকারে ডেলে আলি জানিয়েছেন, 'তিনি ৬ বছর বয়সে যৌন নির্যাতনের শিকার হন। ৭ বছর বয়সে তিনি ধূমপানে আসক্ত হয়ে পড়েন। ৮ বছর বয়সে মাদক বিক্রি শুরু করেন।' 

Image credits: Instagram
Bangla

১১ বছর বয়সে খুন করার চেষ্টা হয়েছিল, সাক্ষাৎকারে জানিয়েছেন ডেলে আলি

গ্যারি নেভিলকে দেওয়া সাক্ষাৎকারে ডেলে আলি জানিয়েছেন, তাঁর যখন ১১ বছর বয়স ছিল, তখন এক ব্যক্তি সেতু থেকে ফেলে তাঁকে খুন করার চেষ্টা করে। 

Image credits: Instagram
Bangla

মা ছিলেন নেশাগ্রস্ত, ছোটবেলার এরই ফলে বিপর্যস্ত হয়ে পড়েন ডেলে আলি

ডেলে আলি জানিয়েছেন, তাঁর মা মদের নেশা করতেন। এরই সুযোগ নিয়ে তাঁকে যৌন নির্যাতন করেন মায়ের এক বন্ধু।

Image credits: Instagram
Bangla

১২ বছর বয়স থেকে জীবন বদলে যায় ডেলে আলির, আর তাঁকে যন্ত্রণা পেতে হয়নি

ডেলে আলির যখন ১২ বছর বয়স ছিল, তখন তাঁকে দত্তক নেয় একটি পরিবার। এরপরেই জীবন বদলে যায় এই ফুটবলারের।

Image credits: Instagram
Bangla

জীবনে সংযম আনার জন্য ছোটবেলায় আফ্রিকায় পাঠিয়ে দেওয়া হয়েছিল ডেলে আলিকে

ডেলে আলি জানিয়েছেন, ছোটবেলায় তাঁকে শৃঙ্খলাপরায়ণ করে তোলার লক্ষ্যে আফ্রিকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে আবার তাঁকে ইংল্যান্ডে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

Image credits: Instagram
Bangla

মানসিক সমস্যার জেরে ঘুমের ওষুধ খাওয়ার নেশা হয়ে গিয়েছিল, জানিয়েছেন ডেলে

ডেলে আলি জানিয়েছেন, একসময় তাঁর ঘুমের ওষুধ না খেলে চলত না। এই সমস্যা দূর করার জন্য তাঁকে রিহ্যাবেও যেতে হয়।

Image credits: Instagram
Bangla

গ্যারি নেভিলকে দেওয়া ডেলে আলির সাক্ষাৎকার দেখে ব্যথিত চেলসি ম্যানেজার

চেলসি ম্যানেজার মরিসিও পচেত্তিনো জানিয়েছেন, তিনি ডেলে আলির সাক্ষাৎকার পুরোটা দেখতে পারেননি। তিনি অত্যন্ত ব্যথিত। 

Image credits: Instagram
Bangla

এবারার মরসুমে তুরস্কের ক্লাব বেসিকতাস থেকে এভার্টনে ফিরেছেন ডেলে আলি

এভার্টন থেকে লোনে তুরস্কের ক্লাব বেসিকতাসে গিয়েছিলেন ডেলে আলি। সেখান থেকে এবার এভার্টনে ফিরেছেন তিনি।

Image credits: Instagram
Bangla

চোটের জন্য নতুন মরসুম শুরু হওয়ার আগে এখন অনুশীলন করছেন না ডেলে আলি

সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের আশা, মানসিক যন্ত্রণা কাটিয়ে ফের ভালো পারফরম্যান্স দেখাবেন ডেলে আলি।

Image credits: Instagram

মেজর লিগ সকারের চেয়ে এগিয়ে সৌদি প্রো লিগ, মেসিকে কটাক্ষ রোনাল্ডোর

Ronaldo Georgina: জর্জিনার সঙ্গে জলকেলিতে মত্ত ফুটবল তারকা রোনাল্ডো

অভিনয় জগতে পা, আর্জেন্টিনার টেলিভিশন সিরিজে ক্যামিও রোলে লিওনেল মেসি

জন্মদিনে ছোটবেলার ক্লাবের স্টেডিয়ামে সাদর অভ্যর্থনা লিওনেল মেসিকে