ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার গ্যারি নেভিলের ওভারল্যাপ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক ডেলে আলি।
সাক্ষাৎকারে ডেলে আলি জানিয়েছেন, 'তিনি ৬ বছর বয়সে যৌন নির্যাতনের শিকার হন। ৭ বছর বয়সে তিনি ধূমপানে আসক্ত হয়ে পড়েন। ৮ বছর বয়সে মাদক বিক্রি শুরু করেন।'
গ্যারি নেভিলকে দেওয়া সাক্ষাৎকারে ডেলে আলি জানিয়েছেন, তাঁর যখন ১১ বছর বয়স ছিল, তখন এক ব্যক্তি সেতু থেকে ফেলে তাঁকে খুন করার চেষ্টা করে।
ডেলে আলি জানিয়েছেন, তাঁর মা মদের নেশা করতেন। এরই সুযোগ নিয়ে তাঁকে যৌন নির্যাতন করেন মায়ের এক বন্ধু।
ডেলে আলির যখন ১২ বছর বয়স ছিল, তখন তাঁকে দত্তক নেয় একটি পরিবার। এরপরেই জীবন বদলে যায় এই ফুটবলারের।
ডেলে আলি জানিয়েছেন, ছোটবেলায় তাঁকে শৃঙ্খলাপরায়ণ করে তোলার লক্ষ্যে আফ্রিকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে আবার তাঁকে ইংল্যান্ডে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
ডেলে আলি জানিয়েছেন, একসময় তাঁর ঘুমের ওষুধ না খেলে চলত না। এই সমস্যা দূর করার জন্য তাঁকে রিহ্যাবেও যেতে হয়।
চেলসি ম্যানেজার মরিসিও পচেত্তিনো জানিয়েছেন, তিনি ডেলে আলির সাক্ষাৎকার পুরোটা দেখতে পারেননি। তিনি অত্যন্ত ব্যথিত।
এভার্টন থেকে লোনে তুরস্কের ক্লাব বেসিকতাসে গিয়েছিলেন ডেলে আলি। সেখান থেকে এবার এভার্টনে ফিরেছেন তিনি।
সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের আশা, মানসিক যন্ত্রণা কাটিয়ে ফের ভালো পারফরম্যান্স দেখাবেন ডেলে আলি।