Bangla

ক্লেইটন সিলভা-নন্দকুমার শেখরের গোলে ফের কলকাতা ডার্বি ইস্টবেঙ্গলের

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ক্লেইটন সিলভার জোড়া গোল এবং নন্দকুমার শেখরের একটি গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল।

Bangla

চলতি মরসুমে ইস্টবেঙ্গলের আক্রমণের ভরসা ক্লেইটন সিলভা-নন্দকুমার শেখর

চলতি মরসুমে ৩ বার কলকাতা ডার্বি খেলে ২ ম্যাচে গোল করলেন নন্দকুমার শেখর। শুক্রবারের ম্যাচে জোড়া গোল করলেন ক্লেইটন সিলভা।

Image credits: East Bengal FC
Bangla

চলতি মরসুমে বদলে গিয়েছে ইস্টবেঙ্গল, দলকে জিতিয়ে বললেন ক্লেইটন সিলভা

কলকাতা ডার্বি জয়ের পর ক্লেইটন সিলভা বলেছেন, 'গত মরসুমে আমরা উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছি। তা থেকে শিক্ষা নিয়ে এবার সাফল্য পাচ্ছি।'

Image credits: East Bengal FC
Bangla

পাশে থাকার জন্য ইস্টবেঙ্গল সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ক্লেইটন সিলভা

ব্রাজিলিয়ান বলেই হয়তো কলকাতার ফুটবল-আবেগ সহজেই বুঝতে পেরেছেন ক্লেইটন সিলভা। তিনি যেমন লাল-হলুদ জনতার নয়নের মণি হয়ে উঠেছেন, তেমনই সমর্থকদের ভালোবাসাকে কুর্ণিশও জানাচ্ছেন এই তারকা।

Image credits: East Bengal FC
Bangla

ইস্টবেঙ্গল রক্ষণের ভরসা হয়ে উঠেছেন জর্ডনের সেন্টার ব্যাক হিজাজি মাহের

অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডন এলসে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর জর্ডনের সেন্ট্রাল ডিফেন্ডার হিজাজি মাহেরকে নিয়ে এসেছে ইস্টবেঙ্গল। রক্ষণে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন হিজাজি।

Image credits: East Bengal FC
Bangla

কলকাতা ডার্বি জয়ের পর এবার সেমি-ফাইনালে লাল-হলুদের সামনে জামশেদপুর

কলিঙ্গ সুপার কাপ সেমি-ফাইনালে জামশেদপুর এফসি-র মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। কলকাতা ডার্বি জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।

Image credits: East Bengal FC
Bangla

ইস্টবেঙ্গলের মিডফিল্ডের ভরসা হয়ে উঠেছেন বোরহা হেরেরা ও সল ক্রেসপো

শুক্রবার মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স ইস্টবেঙ্গলের মিডফিল্ডার বোরহা হেরেরা ও সল ক্রেসপোর। ক্লেইটন সিলভা ও নন্দকুমার শেখরের গোলে অবদান আছে বোরহার।

Image credits: East Bengal FC
Bangla

কলকাতা ডার্বিতে গোল করে ইস্টবেঙ্গলকে জেতানো অভ্যাসে পরিণত করেছেন নন্দা

ডুরান্ড কাপে গ্রুপের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে একমাত্র গোল করেছিলেন। কলিঙ্গ সুপার কাপেও সবুজ-মেরুনের জালে বল জড়িয়ে দিলেন নন্দকুমার শেখর।

Image credits: East Bengal FC

Lionel Messi: পরিবারের সঙ্গে নববর্ষ পালন, অনুরাগীদের শুভেচ্ছা মেসির

Angel Di Maria: কোপা আমেরিকাতেই শেষ, আর দেখা যাবে না ডি মারিয়ার জাদু

মেসির ফ্রি-কিকে গোল দেখে বেকহ্যামের চোখে জল, জড়িয়ে ধরলেন লিব্রন জেমস

৬ বছর বয়সে যৌন নির্যাতনের শিকার, সাক্ষাৎকারে ভেঙে পড়লেন ডেলে আলি