ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ক্লেইটন সিলভার জোড়া গোল এবং নন্দকুমার শেখরের একটি গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল।
চলতি মরসুমে ৩ বার কলকাতা ডার্বি খেলে ২ ম্যাচে গোল করলেন নন্দকুমার শেখর। শুক্রবারের ম্যাচে জোড়া গোল করলেন ক্লেইটন সিলভা।
কলকাতা ডার্বি জয়ের পর ক্লেইটন সিলভা বলেছেন, 'গত মরসুমে আমরা উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছি। তা থেকে শিক্ষা নিয়ে এবার সাফল্য পাচ্ছি।'
ব্রাজিলিয়ান বলেই হয়তো কলকাতার ফুটবল-আবেগ সহজেই বুঝতে পেরেছেন ক্লেইটন সিলভা। তিনি যেমন লাল-হলুদ জনতার নয়নের মণি হয়ে উঠেছেন, তেমনই সমর্থকদের ভালোবাসাকে কুর্ণিশও জানাচ্ছেন এই তারকা।
অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডন এলসে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর জর্ডনের সেন্ট্রাল ডিফেন্ডার হিজাজি মাহেরকে নিয়ে এসেছে ইস্টবেঙ্গল। রক্ষণে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন হিজাজি।
কলিঙ্গ সুপার কাপ সেমি-ফাইনালে জামশেদপুর এফসি-র মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। কলকাতা ডার্বি জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
শুক্রবার মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স ইস্টবেঙ্গলের মিডফিল্ডার বোরহা হেরেরা ও সল ক্রেসপোর। ক্লেইটন সিলভা ও নন্দকুমার শেখরের গোলে অবদান আছে বোরহার।
ডুরান্ড কাপে গ্রুপের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে একমাত্র গোল করেছিলেন। কলিঙ্গ সুপার কাপেও সবুজ-মেরুনের জালে বল জড়িয়ে দিলেন নন্দকুমার শেখর।